Samsung Galaxy M56 5G gets price drop under Rs 25K on Amazon
Samsung তার মিড-রেঞ্জ সেগামেন্টে নতুন স্মার্টফোন Galaxy M56 5G ভারতে লঞ্চ করেছে। লেটেস্ট Galaxy M55 ফোনের আপগ্রেডে ভার্সন। লেটেস্ট স্যামসাং গ্যালাক্সি এম56 ফোনটি কর্ণিং গরিল্লা গ্লাস ভিকটাস স্ক্রিন প্রোটেকশন, AI ফিচার এবং দুর্দান্ত লো-লাইট ফটোগ্রাফি সহ আা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক লেটেস্ট স্যামসাং গ্যালাক্সি ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এম56 ফোনে 6.7-ইঞ্চির FHD+ সুপার AMOLEED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট 120Hz দেওয়া।
প্রসেসর হিসেবে স্যামসাং গ্যালাক্সি এম56 ফোনটি অক্টা-কোর প্রসেসরে কাজ করে। এতে 8GB এর LPDDR5x RAM এবং 128GB और 256GB UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এম56 ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া। এতে 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স সহ 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 12MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি এম56 ফোনে 5000mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া। কানেক্টিভিটির ক্ষেত্রে এতে 5G, 4G LTE, ব্লুটুথ এবং ইউএসবি টাইব-সি পোর্ট দেওয়া হয়েছে।
Note: Amazon Prime Member থাকাতে উপরে দেওয়া প্রোডাক্টে ফাস্ট ডেলিভারি পেতে পারেন। শুধু তাই নয়, Amazon Prime Membership এর একাধিক সুবিধা থাকে। এখানে ক্লিক করে আপনি Amazon Prime Membership সহজে নিতে পারেন।
আরও পড়ুন: ওয়াটার প্রোটেকশন সহ Realme এর নতুন ফোন, থাকবে 6000mAh ব্যাটারি, জানুন কবে হবে লঞ্চ