Samsung Galaxy M10 আর M20 দুটি ফোনে প্রথম আপডেট এল

Samsung Galaxy M10 আর M20 দুটি ফোনে প্রথম আপডেট এল
HIGHLIGHTS

সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া স্যামসাং galaxy M10 আর M20 ফোন দুটি তাদের প্রথম আপডেট পেয়েছে, আর কোম্পানি অনুসারে 5 ফেব্রুয়ারি এই দুটি ফোন কেনা যাবে

বৈশিষ্ট্য

  • জানুয়ারি সিকিউরিটি প্যাচ আসছে
  • M20র সাইজ 102MB
  • আর গ্যালাক্সি M10 ফোনটি M105FDDU1ASA7 ফার্মওয়্যার ভার্সান নিয়ে এসেছে

 

স্যামসাংয়ের লেটেস্ট দুটি স্মার্টফোন galaxy M10 আর Galaxy M20 ভারতে গত সপ্তাহে এসেছে। আর এবার এই দুটী ফোন সফটোয়্যার আপডেট পেয়েছে। আর এর সঙ্গে এই ফিওন দুটি 5 ফেব্রুয়ারি থেকে কেনা আজবে। আর সেখানে বাজারে এর কিছু রিভিউ ইউনিট এই আপডেট পেয়েছে। আর এই আপডেট ফোনের পার্ফর্মেন্স আরও ভাল করেছে। স্যামসাং গ্যালক্সি M10য়ের M105FDDU1ASA7 ফার্মওয়য়ার ভার্সান আপডেট পেয়েছে আর সেখানে স্যামসাং গ্যালাক্সি M20 ফোনটি M205FDDU1ASA9 ফার্মওয়্যার আপডেট পেয়েছে।

আর এই জানুয়ারিতে সবার আগে SamMobile জানিয়েছে যে এই আপডেট ফোনের পার্ফর্মেন্স আরও ভাল করবে। আর এই ফোন জানুয়ারি মাসের সিকিউরিটি প্যাচের সঙ্গে এসেছে আর আগের ফার্মোয়্যারের অংশ। আর রিপোর্ট অনুসারে স্যামসাংয়ের এই স্মার্টফোন দুটি আউট অফ দ্যা বক্স নতুন আপডেটের সঙ্গে আসবে। Samsung Galaxy M20 র আপডেট সাইজ 102MB আর Samsung Galaxy M10 য়ের আপডেট 64.74MB।

Samsung Galaxy M10 আর M20 য়ের স্পেসিফিকেশান

Samsung Galaxy M20 ফোনে আপনারা 6.3 ইঞ্চির FHD+ LCD ইনফিনিটি V ডিসপ্লে পাবেন যার অ্যাস্পেক্ট রেশিও 19:9:5। আর এই ফোনে Exynos 7904 চিপসেট দেওয়া হয়েছে। আর এই ফোনে 3GB আর 4GB র‍্যামের সঙ্গে 32GB আর 64GB স্টোরেজ অপশান দেওয়া হয়েছে। এই ফোনে নতুন এক্সিয়ন্স UI 9.5 আছে। আর যা অ্যান্ড্রয়েড 8.1 ওরিও নির্ভর আর এই স্মার্টফোনে 5000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্যামসাং বলেছে যে এই ফোনে একটি চার্জে দুদিনের ব্যাটারি লাইফ দেয়।

অপ্টিক্সের ক্ষেত্রে এই ফোনে 13MP+5MP র ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হেয়ছে যার প্রাইমারি সেন্সার f/1.9 আর সেখানে এর দ্বিতীয় লেন্সের আলট্রা ওয়াইড লেন্স যার অ্যাপার্চার f/2.2 । এই ডিভাইসের ফ্রন্টে 8MP র ক্যামেরা আছে এর অ্যাপার্চার f/2.0।

Samsung Galaxy M10 ফোনে 6.22 ইঞ্চির ইনফিনিটি V TFT HD+ স্ক্রিন দেওয়া হয়েছে যার অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনে কোম্পানির Exynos 7870 SoC আছে আর এটি 2GB আর 3GB র‍্যামের সঙ্গে 16GB আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে। আর এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দুটী 13MP র প্রাইমারি ক্যামেরার সঙ্গে f/1.9 অ্যাপার্চার যুক্ত আর এই ফোনের দ্বিতীয় 5MP র সেকেন্ডারি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের সেন্সার যুক্ত যার অ্যাপার্চার f/2.2। আর এই স্মার্টফোনের ফ্রন্টে 5MP র সেন্সার দেওয়া হয়েছে আর এটি ফেস আনলক সাপোর্ট যুক্ত। আর এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়নি। আর এই ডিভাইসে নতুন এক্সিয়ন্স 9.5UI আছে যা অ্যান্ড্রয়েড 8.1 ওরিও নির্ভর আর এই ফোনে 3400mAh য়ের ব্যাটারি আছে আর এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করেনা।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo