নচ ডিজাইনের সঙ্গে Nokia X স্মার্টফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ হবে

নচ ডিজাইনের সঙ্গে Nokia X স্মার্টফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ হবে
HIGHLIGHTS

ডিভাইসটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে

সম্প্রতি লঞ্চ হওয়া বা লঞ্চ হতে চলা এমন অনেক স্মার্টফোন আছে যা iPhoneXয়ের মতন ঞ্চ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে বা করা হবে। আর এই ফোনের তালিকায় আছে OnePlus6, Lg G7 ThinQ আর বেশ কিছু অন্য স্মার্টফোন। আর এবার Nokia X স্মার্টফোনটিও নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে।

Weiboতে একটি নতুন লিক দেখা গেছে

Weibo তে যে পোস্টটি দেখা গেছে তা অনুসারে Nokia X স্মার্টফোনটি 16 মে লচন করা হতে পারে। আর এই ডিবাইসের বিষয়ে এর আগেও বেশ কিছু ফ্রন্ট প্যানেল এজ টু এজ হতে পারে। আর নচ ডিজাইনের সঙ্গে এতে ইয়ারপিস, ফ্রন্ট ক্যামেরা আর প্রক্সিমিটার সেন্সার থাকবে। আর ফোনের রেয়ার প্যানেলে ভার্টিকাল ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে আর ডিভাইসে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। ডিভাইসের ডান দিকে ভলিউম রকার আর পাওয়ার বটন থাকবে আর নিচে চার্জিং পোর্টের যায়গা থাকবে।

তারবিহীন গান! হ্যাঁ বিনা তারে ঝামেলা কম আর তাই আজকে Paytmমল ওয়ারলেস ব্লুটুথ হেডফোনের ওপর কিছু ডিস্কাউন্ট দিচ্ছে

আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

আমাদের Instagramয়ে ফলো করতে এখানে ক্লিক করুন

রিউমার্ড স্পেসিফিকেশান

এর আগের কিছু লিক অনুসারে ডিভাইসে 5.8ইঞ্চির Full HD+ ডিসপ্লে থাকবে আর এর রেজিলিউশান হবে 1080×2280 পিক্সাল। আর এর অ্যাস্পেক্ট রেশিও হবে 19:9। আশা করা হচ্ছে যে এই ডিভাইসটিকে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে আর এর একটি ভেরিয়েন্টে মিডিয়াটেক হেলিও P60 অক্টা-কোর চিপসেট, 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ থাকবে। আর সেখানে এই ডিভাইসের অন্য ভেরিয়েন্টে স্ন্যাপড্র্যাগন 636 অক্টা কোর SoC থাকবে। আর এই ডিভাইসে 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ থাকবে। আর এই স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 8.1 ওরিওর সঙ্গে লঞ্চ করা হবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo