ওয়ানপ্লাস এর একটি নতুন স্মার্টফোন অনলাইন হল লীক, স্ন্যাপড্রাগন 821 চিপ এর সঙ্গে হতে পারে চালু

ওয়ানপ্লাস এর একটি নতুন স্মার্টফোন অনলাইন হল লীক, স্ন্যাপড্রাগন 821 চিপ এর সঙ্গে হতে পারে চালু
HIGHLIGHTS

ওয়ানপ্লাস 3T মোবাইল ফোনটিতে থাকবে স্ন্যাপড্রাগন 821 চিপ৷ এর পাশাপাশি, নয়া এই ফোনটিতে থাকছে অত্যাধুনিক সব ফিচারস৷

টেকনোলজিকে আরও এক ধাপ এগিয়ে  নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে মোবাইল নির্মাতা সংস্থা ওয়ানপ্লাস৷ গ্রাহকদের উন্নততর স্মার্টফোন উপহার দিতে ইতিমধ্যেই নানা ধরনের গবেষণা শুরু করেছে এই সংস্থা৷ জানা যাচ্ছে, তাদের আগামী পরিবেশনা ওয়ানপ্লাস 3T মোবাইল ফোনটিতে থাকবে স্ন্যাপড্রাগন 821 চিপ৷

আরও দেখুন : রিলায়েন্স তাদের যুজর্স দের দিল একটি চমত্কার উপহার, ফ্রি ডেটা অফারের সময়সীমা বাড়াচ্ছে রিলায়েন্স জিও

এর পাশাপাশি, নয়া এই ফোনটিতে থাকছে অত্যাধুনিক সব ফিচারস৷ জানা গিয়েছে, 821 স্ন্যাপড্রাগন প্রসেসরের পাশাপাশি ফোনটিতে থাকবে 6 GB ব়্যাম, এলসিডি প্যানেল এবং অপটিক অ্যামলেড টেকনোলজি৷

ওয়ানপ্লাস 3T ফোনটির আত্মপ্রকাশের আগে থেকেই তার ফিচারস সম্পর্কে গ্রাহকদের উত্তেজনা বাড়ছে৷ এখন এই ফোন সরকারিভাবে লঞ্চ হওয়ার পর কী ধামাকা হয়, তাই এখন দেখার অপেক্ষা৷

আরও দেখুন : স্যামসাং দেশের বাজারে আনল গ্যালাক্সি On Nxt

আরও দেখুন : ভারতে স্মার্টফোন বাজারে লঞ্চ হল LYF F1 স্মার্টফোন, মুল্য Rs. 13,399

সোর্স

Digit NewsDesk

Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo