BlackBerry র প্রথম ডুয়াল ক্যামেরা স্মার্টফোন BlackBerry KEY 2 42,990 টাকায় ভারতে লঞ্চ হল
এই ডিভাইস্টি ভারতে তৈরি করা হ্যেছে আর এটি 31 জুলাই থেকে অ্যামাজন ইন্ডিয়াতে কিনতে পাওয়া যাবে
ভারতে BlackBerry ব্র্যান্ডের লাইসেন্স প্রাপ্ত কোম্পানি Optiemus Infracom আজকে ভারতে তাদের BlackBerry KEY 2 স্মার্টফোনটি লঞ্চ করে দিয়েছে। এই স্মার্টফোনটি গত মাসে ইউইয়র্কে লঞ্চ করা হ্য। আর এই ডিভাইসটি BlackBerryKEYone য়ের জায়গা নেয়। আর এটি একটি কিবোর্ডটি বেসড স্মার্টফোন। এই স্মার্টফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 Kryno 260 অক্টা কোর প্রসেসারের সঙ্গে লঞ্চ করা হ্যেছে আর এর র্যাম 6GB আর স্টোরেজ 64GB। আর এছারা এই ডিভাইসের স্টোরেজকে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা সম্ভব।
BlackBerry KEY2 ফোনে 4.5 ইঞ্চির টাচ ডিসপ্লে দেওয়া হ্যেছে আর এর সঙ্গে এতে QWERTy কিবোর্ড দেওয়া হ্যেছে। আর কোম্পানি এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার স্পেস বারে দিয়েছে। আর এটি এক্তি FHD IPS LCD ডিসপ্লে যার অ্যাস্পেক্ট রেশিও (443 PPI ) 3:2 । এই ডিভাইসে এক্তি 3500mAH য়ের ব্যাটারি দেওয়া হয়েছে যা কুইক চার্জ 3.0 প্রযুক্তি যুক্ত। আর এই ডিভাইসটি 40 মিনিটে 50% পর্যন্ত চার্জ করা সম্ভব। আর এটি মেড ইন ইন্ডিয়া ডিভাইস আর এটি 31 জুলাই থেকে অ্যামাজনে কিনতে পাওয়া যাবে।
BlackBerry KEY 2 তে লেটেস্ট অ্যান্ড্রয়েড 8.1 ওরিওর সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এর মাধ্যমে ইউজার্সরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এই ডিভাইসটিতে ব্ল্যাকবেরি হাবও দেওয়া হ্যেছে। আর এর বিষয়ে কোম্পানি বলেছে যে এটি ইউনিফায়েড মেসেঞ্জিং অ্যাপ যা ইমেল, টেক্সট সোশাল মিডিয়ার সব কাজ করতে পারে। ব্ল্যাকবেড়ি হাবের মাধ্যমে মাল্টিপেল ইমেল অ্যাকাউন্ট ব্যাবহার করা যায়। আর আপনাদের অ্যাপের মধ্যে থেকে সুইচ করতে হবে না। আর আপনারা একই জায়গায় জিমেল, ইয়াহুমেল, আউটলুক, মাইক্রোসফট আর অন্যান্য মেল প্রোভাইডারের অ্যাকাউন্ট ব্যাবহার করতে পারবেন।
আমরা যদি এই ফনের অপ্টিক্সের বিষয়ে কথা বলি তবে এতে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আর এটি কোম্পানির প্রথম ফোন যাতে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই দুটি ক্যামেরাই 12মেগাপিক্সালের সেন্সার যুক্ত যা হাই আর লো দু ধরনের লাইট কন্ডিশানে ভাল ছবি নিতে পারে। আর এছারা এটি ফাস্ট অটো ফোকাস আর ইম্প্রুভড ইমেজ স্টেবিলাইজেশান যুক্ত। আর এই ডিভাইসের ফ্রন্টে সেলফি নেওয়ার জন্য একটি 8 মেগাপিক্সালের ক্যামেরা দেওয়া হয়েছে। আর কোম্পানি বলেছে যে নতুন পোট্রেড মোড আর অপ্টিকাল সুপারজুমের মাধ্যমে রাতেও ভাল ছবি তোলা যাবে। BlackBerryKEY2 স্মার্টফোনে গুগল লেন্স দেওয়া হয়েছে।
কানেক্টিভিটির জন্য এই ডিভাইসে ব্লুটুথ 5.0LE, টাইপ – C USB 3.0, USB, OTG, NFC, FM সাপোর্ট দেওয়া হ্যছে। আর এটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ছাড়া এক্সিলোমেটার, মেগ্রোমিটার, গায়রোস্কোপ, প্রক্সিমিটি, অ্যাম্বিয়েন্ট লাইট, হল এফেক্ট সেন্সার্স আছে।
BlackBerry KEY 2 স্মার্টফোনটি ভারতে 42,990 টাকায় লঞ্চ করা হয়েছে। আর এই ডিভাইসটি অ্যামাজনে 31 জুলাই থেকে কিনতে পাওয়া যাবে। আর এছারা এই ডিভাইসে রিলায়েন্স জিওর 4,450 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফারও আছে আর এটি ICICI ব্যাঙ্কের অফারে 5% ক্যাশব্যাকে কেনা যাবে।