তাইওয়ানের ফোন তৈরিকারি সংস্থা আসুস (Asus) তাদের নতুন ট্যাবলেট নিয়ে কাজ করছে। আসুসের এই নতুন ট্যাবলেটে GFX এ দেখা গেছে। যদিও কোম্পানির তরফে এই বিষয়ে কোন খবর দেওয়া হয়নি।
লিক হওয়া খবর অনুসারে এই ডিভাইসে 2.1GHz ডেকা কোর মিডিয়াটেক MT8173 প্রসেসার আছে। এই ডিভাইসটিতে 4GB র্যাম ও 64GB ইন্টারনাল স্টোরেজ আছে। এই ট্যাবলেটটিতে অ্যান্ড্রয়েড এর লেটেস্ট ভার্সন 7.0 নুগা অপারেটিং সিস্টেম আছে। এই ডিভাইসটির ক্যামেরা 8 মেগাপিক্সাল অটোফোকাস রিয়ার ক্যামেরার সঙ্গে LED ফ্ল্যাশ যুক্ত। এই ডিভাইসের ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সাল। এর ফ্রন্ট ও রিয়ার দুটি ক্যামেরাতেই HD ভিডিও রেকর্ডিং করা যাবে। এছাড়া এতে কানেক্টিভিটির জন্য ব্লুটুথ, GPS, ওয়াইফাই, ডিজিটাল কম্পাস, অ্যাক্সেলোমিটার, গাইরোস্কোপ, লাইট সেন্সর এবং প্যাডমিটারও আছে। এই ট্যাবলেট এর ব্যাপারে এর থেকে বেশি কিছু জানা যায়নি।
আপনারা হয়ত জানেন যে, আসুস তাইওয়ানের ফোন তৈরির কোম্পানি এবং ভারতে এদের স্মার্টফোনের যথেষ্ট চাহিদা আছে। আসুস জেনফোন 3 ভারতের একটি লোকপ্রিয় স্মার্টফোন।