MWC 2024 Honor Magic6 Pro: চোখ দিয়ে নিয়ন্ত্রণ হবে গাড়ি! চোখ ধাঁধানো ফিচার সহ নতুন অনার ফোন লঞ্চ

Updated on 26-Feb-2024
HIGHLIGHTS

Mobile World Congress (MWC) ইভেন্টে Honor Magic6 Pro ফোনটি গ্লোবাল মার্কেটের জন্য চালু করেছে

এই ফোনের সাথে কোম্পানি একটি বিশেষ ফিচার 'আই ট্র্যাকিং' শোকেস করেছে

এই ফিচারের সাহায্যে মোবাইল ইউজাররা তাদের গাড়ি চোখ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন

চীনা স্মার্টফোন কোম্পানি Honor গত মাসেই তার দেশে লেটেস্ট Magic6 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। এখন কোম্পানি Mobile World Congress (MWC) ইভেন্টে এই ফোনটি গ্লোবাল মার্কেটের জন্য চালু করেছে। শুধু তাই নয়, কোম্পানি বার্সেলোনায় Honor Magic6 Pro ফোনের AI ক্ষমতাও দেখিয়েছে।

চোখ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে আপনার গাড়ি

এই ফোনের সাথে কোম্পানি একটি বিশেষ ফিচার ‘আই ট্র্যাকিং’ শোকেস করেছে। এই ফিচারের সাহায্যে মোবাইল ইউজাররা তাদের গাড়ি চোখ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন।

ভাবছেন, কীভাবে এটি সম্ভব? তবে বলে দি যে স্মার্টফোনের স্ক্রিন দিয়ে এটি করা যাবে। ফোনের সাহায্যে গ্রাহকরা তাদের গাড়ি এক জায়গা থেকে আরেকটি জায়গা সরাতে পারবেন। এছাড়া গাড়ির দরজাও খোলা সহ বাকি সবকিছুই করতে পারবেন দূর থেকে। তবে বলে দি যে কোম্পানি এই ফিচারটি শুধুমাত্র চীনের গ্রাহকদের জন্যই নিয়ে এসেছে। আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই অন্যান্য বাজারেও এই ফিচার আসতে পারে।

আরও পড়ুন: 5000 টাকা সস্তা হল Samsung এর 5G Smartphone, রয়েছে 108MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি

আই ট্র্যাকিং ফিচার কীভাবে কাজ করবে?

কোম্পানি জানিয়েছে যে এই ফিচারের মাধ্যমে গ্রাহকদের তাদের ফোন টাচ করতেও লাগবেনা। গ্রাহকদের ম্যাজিক ক্যাপসুলে নোটিফিকেশন দেখার সাথে সাথে ফিচারটির সাহায্যে এক্টিভিটি অটো ডিটেক্ট হয়ে যাবে।

Magic6 Pro ফোনে স্পেসিফিকেশন কী রয়েছে

নতুন অনার ফোনে 6.8-ইঞ্চি FHD+ 120Hz LTPO OLED কার্ভড স্ক্রিন রয়েছে। এটি 5000nits পর্যন্ত HDR পিক ব্রাইটনেস সহ আসে।

প্রসেসিংয়ের জন্য লেটেস্ট ফোনে Snapdragon 8 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। এটি Android 14 ভিত্তিক MagicOS 8.0 তে কাজ করে।

#image_title

ফটোগ্রাফির জন্য এতে, 50MP প্রাইমারি OIS, 50MP আল্ট্রাওয়াইড এবং 180MP পেরিস্কোপ লেন্স সহ আনা হয়েছে। সেলফির জন্য ফোনে 50MP ক্যামেরা রয়েছে।

পাওয়ার দিতে ফোনে 5600mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 80W ওয়্যারড এবং 66W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Honor Magic6 Pro কত দামে কেনা যাবে

কোম্পানি Magic 6 Pro ফ্ল্যাগশিপ ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। এই ফোনটি চীনের বাজারে আগেই চালু করে দেওয়া হয়েছে। এই ফোনটি 1,299 ইউরো (প্রায় 1,16,455 টাকা) দামে লঞ্চ করেছে। ফোনটি ইপি গ্রিন এবং ব্ল্যাক শেডে কেনা যাবে।

আরও পড়ুন: 28 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে OnePlus এর স্পেশাল স্মার্টফোন, প্রকাশ হল টিজার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :