MWC 2019: 18000mAh ব্যাটারি যুক্ত Energiser Power Max P18K Pop ফোনের ঘোষনা হল

MWC 2019: 18000mAh ব্যাটারি যুক্ত Energiser Power Max P18K Pop ফোনের ঘোষনা হল
HIGHLIGHTS

Energiser Power Max P18K Pop ফোনটি বড় ব্যাটারির সঙ্গে এসেছে এই ফোনে আপনারা হেলিও P70 চিপসেট 6GB র‍্যামের সঙ্গে পাবেন

হাইলাইট

  • Energiser Power Max P18K Pop ফোনটি MWC 2019 য়ে দেখা গেছে
  • এই ফোনে 180,000mAh য়ের ব্যাটারি আছে
  • ডিভাইসে ট্রিপেল রেয়ার ক্যামেরা দেখা গেছে

 

আপনাদের কাছে কি স্মার্টফোনের সব থেকে দরকারি বিষয়ে তার ব্যাটারি লাইফ? তবে Energiser Power Max P18K Pop ফোনের কথা ভাবতে পারেন। এই ফোনে 18k না এই 18k গোল্ড নয় আসলে এর ব্যাটারির কথা বলা হচ্ছে। এই ফোনে আপনারা বড় 180,000mAh য়ের ব্যাটারি পাবেন। আর হ্যাঁ এই Energiser Power Max P18K Pop ফোনেই পাবেন 180,000mAh য়ের ব্যাটারি।

এই স্মার্টফোনটি 3 to থেকে 3.5 iPhones য়ের থিকনেস যুক্ত। Energiser Power Max P18K Pop ফোনের ব্যাটারি 200 ঘন্টার ভিডিও প্লেব্যাক করে যা 50 দিনের স্ট্যান্ডবাই টাইম সাপোর্ট করে। Energizer বলেছে যে এই ব্যাটারি ফাস্ট চার্জিগ সাপোর্ট করে। আর এর সঙ্গে এই ফোনে আপনারা 8 থেকে 9 ঘন্টার ফুল চার্জ পাবেন।

এই ফোনটিতে হেলিও P70 চিপসেটের সঙ্গে 6GB র‍্যাম আছে। আর এই ফোনে ট্রিপেল ক্যামেরা সেটআপে 12MP+5MP+2MP আছে। আর এই ফোনের ফ্রন্টে 16+2MP র ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে আর এটি একটি পপ আপ সেলফি ক্যামেরা। এই ফোনের স্টোরেজ 128GB। আর ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে। P18K একটি ডুয়াল সিম স্মার্টফোন যাতে 6.2 ইঞ্চির ful HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে যার অ্যাস্পেক্ট রেশিও 18:9। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই আউট অফ দ্যা বক্স দেওয়া হয়েছে।

অ্যান্ড্রয়েড অথারিটি অনুসারে “Power Mac P18K Pop ফোনের দাম 599 ইউরো মানে প্রায় 49,000 টাকা আর এটি জুনে ইউরোপে লঞ্চ হবে। আর ভারতে এই ফোনটি কবে আসবে তা জানা যায়নি”। এই স্মার্টফোনটি 4,000 5,000 ভবা 5,3000mAh য়ের ব্যাটারি থাকলে তা স্বাভাবিক ব্যাপার হবে। আর এই ফোনের মতন বড় ব্যাটারি প্রথমবার দেখা গেছে। Energiser তাদের এই ফোনের মাধ্যমে ইউজার্সদের ব্যাটারির বিষয়ে বলেছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo