MWC 2019: Xiaomi 24 ফেব্রুয়ারি Mi MIX 3 5G ফোন আনতে পারে
Xiaomi MWC 2019 য়ের ইভেন্টের জন্য মিডিয়া ইনভাইট পাঠানো শুরু করে দেবে কোম্পানি 24 ফেব্রুয়ারি তাদের Mi Mix 3 5G স্মার্টফোন লঞ্চ করতে পারে
Xiaomi 24 ফেব্রুয়ারি তাদের ইভেন্টের জন্য মিডিয়া ইনভিটেশান পাঠানো শুরু করে দিয়েছে, কোম্পানি তাদের সোশাল চ্যানেলে টিজারও নিয়ে এসেছে। আর এই ইভেন্ট 10:30 CET(3PM IST) শুরু হবে। এর আগের গুজব অনুসারে জানা গেছে যে কোম্পানি তাদের Mi Mix 3 5G ভেরিয়েন্ট লঞ্চ করবে। আর কোম্পানি 20 ফেব্রুয়ারি হতে চলা Mi 9 ডিভাস নিয়ে আসবে।
শাওমি CES য়ের সময়ে কিছু জানায়নি তবে কোম্পানি 24 ফেব্রুয়ারি তাদের MWC ইভেন্টের কথা জানিয়েছে। আর কোম্পানি এর আগের বছর অক্টোবরে Mi Mix 3 লঞ্চ করার সময়েই Mi MIX 3 5G র কথা টিজ করেছিল। আর এবার বলা হচ্ছে যে 2019 সালের প্রথম কোয়াটারে এই ডিভাইসটি 5G ভার্সানে আসবে আর এটি CES য়ের সময়ে কোয়াল্কম বুথে ডিসপ্লে করা হয়েছিল।
Counting the days until #MWC19
Guess the products we're going to release! #MakeItHappen pic.twitter.com/dv9NQVUHMQ
— Mi (@xiaomi) 13 February 2019
Mi MIX 3 য়ের 5G ভার্সানে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন X50 5G মোডেমের মাধ্যমে চলবে। CES কোয়াল্কম বলেছিল যে 2019 সালের 30 য়ের বেশি ডিভাইস 5G মোডেমের সঙ্গে আসবে। Samsung এই মাসের MWC র আগে galaxy S10 X5G নিয়ে আসতে পারে আর এই ইভেন্ট 20 ফেব্রুয়ারিতে হবে, তবে MWC তে কোন কোম্পানি তাদের 5G ডিভাইস নিয়ে আসতে পারে।
Xiaomi ইভেন্টে তাদের পরবর্তী জেনারেশানের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নমুনা হিসাবে দেখাতে পারে আর হয়ত কোম্পানি তাদের লেটেস্ট প্রোডাক্টও শোকেস করতে পারে যাতে লেটেস্ট Redmi Note 7 ও থাকতে পারে।