MWC 2019: Xiaomi নিয়ে এল Mi Mix 3 5G স্মার্টফোন

MWC 2019: Xiaomi নিয়ে এল Mi Mix 3 5G স্মার্টফোন
HIGHLIGHTS

Xiaomi তাদের 5G স্মার্টফোন Mi Mix 3 5G কে 599 eruos লঞ্চ করেছে অনুমান করা হয়েছিল যে 5G স্মার্টফোন প্রিমিয়াম দামে লঞ্চ করা হবে

হাইলাইট

  • Xiaomi MWC 2019 য়ে MI Mix 3 5G ফোন লঞ্চ করেছে
  • স্ন্যাপড্র্যাগন 855 আর 5G মোডেমের সঙ্গে লঞ্চ হয়েছে
  • 599 eruos দামে লঞ্চ করা হয়েছে
     

MWC 2019 বার্সেলোনাতে শুরু হয়েছে আর Xiaomi তাদের প্রথম 5G স্মার্টফোন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন X50 5G মোডেমের সঙ্গে এসেহচে। এই স্মার্টফোনটি Mi Mix 3 5G কোম্পানির প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইস Mi Mix 3 য়ের মতন যা কিছু দিন আগে চিনে লঞ্চ করা হয়েছিল। আর এই স্মার্টফোনটি স্ন্যাপড্র্যাগন 855 আর 5G মোডেম দেওয়া হয়েছে। আর এছাড়া স্মার্টফোনে আলাদা ক্ষমতার ব্যাটারিও দেওয়া হয়েছিল। আর এই 5G ডিভাইসটি প্রথম জেনারেশানের বেশি পাওয়ারের সঙ্গে এসছে এই স্মার্টফোনটি 3800mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ করা হয়েছে আর সেখানে স্ট্যান্ডার্ড Mi Mix 3 3200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ করা হয়েছে।

এই স্মার্টফোনের অন্যান্য স্পেসিফিকেশান যদি দেখি তবে এই ফোনের স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের মতনি। যেমন এই ডিভাইসে 6.3 ইঞ্চির FHD+AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে যার রেজিলিউশান 1080×2340 পিক্সাল। আর এই ফোনে 93.4 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও আছে। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনের ক্যামেরার কথা যদি বলি তবে Sony IMX363 সেন্সার জুকজত। আর এই ফোনে OIS আর f/1.8 অ্যাপার্চার যুক্ত 12MP র ডুয়াল রেয়ার ক্যামেরা আছে। আর এই ফোনের নতুন মডেলে নচ ফ্রি আর তাই এটি বেজেল লেস। এই ডিভাইসের ফ্রন্টে 12MP র ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে। আর সাওমির নতুন মডেল নচ ফ্রি আর বেজেল লেস। এই ডিভাইসের ফ্রন্টে 24MP র সঙ্গে 2MP র ডেপথ সেন্সার আছে। আর এই ইভেন্টে Xiaomi 5G র মাধ্যমে ভিডিও কল করতে পারে আর এটি চিনে প্রথমবার 5G কল পাবলিক ডেমো ছিল। সাওমি 5G নেটওয়ার্কের মাধ্যমে  Orange, Sunrise, Three, Telephonica, Tim আর  Vodafone য়ের সঙ্গে চুক্তি করার কথা জানিয়েছে।

এই স্মার্টফোনটির সব থেকে বড় মজার বিষয় এর দাম। মনে করা হয়েছিল যে 5G স্মার্টফোন একটি হাই প্রিমিয়াম ডিভাইস হবে তবে সাওমি তাদের এই Mi Mix 3 ফোনটি 5G ফোন হিসাবে কম দামে লঞ্চ করেছে। এই ফোনটি 599 euros য়ে লঞ্চ করা হয়েছে আর এর দাম প্রায় 48,251 টাকা। আর এটি 2019 য়ের লঞ্চ হওয়া এখনও পর্যন্ত 5G স্মার্টফোনের মধ্যে সব থেকে সস্তার ফোন। কোম্পানি এই ফোনটির শিপিং 2019 সালের মে মাস থেকে করবে। আর কোম্পানি এই স্মার্টফোনটি বাজারে কবে থেক আসবে সেই বিষয়ে কিছু জানায়নি।

আর এর সঙ্গে Xiaomi Mi 9 ফ্ল্যাগশিপ ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। যা 20 ফেব্রুয়ারি চিনে লঞ্চ করা হয়েছিল। এই স্মার্টফোনটি রিবার স্পেন, ইটালি আর ফ্রান্সে প্রি অর্ডার করা যাচ্ছে। Mi 9 ফোনটির বেস ভেরিয়েবন্টের দাম EUR 449(36,173 টাকা)যা এর 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম। আর সেখানে 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম EUR 449(প্রায় 40,002টাকা) রাখা হয়েছে।

সাওমি তাদের Mi 9 ফোনটির ডিজাইনে পরিবর্তন করেছে। এই ডিভাইসের ব্যাকে ট্রিপেল ক্যামেরা আছে আর স্মার্টফোনটি হুয়াওয়ের আর হনারের স্মার্টফনের মতন গ্রেডিয়েন্ট ফিনিশ যুক্ত। আর এই ফোনে 6.33 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে যা ফুল HD+ রেজিলিউশানের আর এর ডিসপ্লে এনহ্যাস্মেন্ট MIUI পোর্ট যুক্ত।

MI 9 কোম্পানির প্রথম ট্রিপেল রেয়ার ক্যামেরার স্মার্টফোন যা 48+12+16 মেগাপিস্কালের ক্যামেরা যুক্ত। আর এই ফোনের ফ্রন্ট ক্যামেরা 24MP র। আর এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। আর এই ফোনে 3,500mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটি 27W চার্জার যুক্ত। আর এই ফোনে ফাস্ট ওয়ারলেস চার্জিং দেওয়া হয়েছে যা 20W পর্যন্ত সাপোর্ট করে।

Xiomi তাদের MI LED Bulb ইউরোপে EUR 19.99 (প্রায় 1603 টাকা) তে লঞ্চ করা হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo