MWC 2019: Samsung Galaxy A30 লঞ্চ হল, এর স্পেক্স আর দাম জানুন

MWC 2019: Samsung Galaxy A30 লঞ্চ হল, এর স্পেক্স আর দাম জানুন
HIGHLIGHTS

Samsung Galaxy A30 ফোনটি Samsung galaxy A50 র সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এর সঙ্গে Galaxy A30 Super AMOLED Infinity-U Display, ডুয়াল রেয়ার‍্য কায়েম্রা আর অন্য অনেক কিছু আছে, Samsung Galaxy A30 ফোনটির দাম এখনও জানা যায়নি

অনেক দিনের অনেক রিউমার্স আর লিকের পরে এবার স্যামসাং তাদের galaxy A30 আর Galaxy A50 ফোনের সঙ্গে লঞ্চ করেছে, যা ট্রিপেল ক্যামেরা সেটআপ, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর অনেক ফিচার্সের সঙ্গে এসেছে। আর সেখানে Samsung Galaxy A30 ফোনে আপনারা 6.4 ইঞ্চির FHD+ infinity U Super AMOLED ডিসপ্লে, ডুয়াল রেয়ার ক্যামেরা আর ফাস্ট চার্জিংয়ের সঙ্গে 4000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

Samsung Galaxy A30 ফোনের দাম এখনও জানা যায়নি, আর ভারতে এই ফোনটি লঞ্চ হলেই তা জানা যাবে। আর সেখানে Samsung Galaxy A30 ফোনটি ব্ল্যাক, হোয়াইট, ব্লু কালার অপশানে পাওয়া যাবে।

Samsung Galaxy A30 ফোনের স্পেক্স

Samsung Galaxy A30 ফোনটিতে আপনারা 6.4 ইঞ্চির ফুল HD+ (2340×1080) ইনফিনিটি U সুপার AMOLED ডিসপ্লে পাবেন আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনে অক্টা কোর Exynos 7870 প্রসেসার আর mali G71 GPU আছে। Samsung Galaxy A30 3GB র‍্যাম আর 32GB ইবনলিট স্টোরেজ/4GB র‍্যাম আর 64GB ইনবিল্ট স্টোরেজ যুক্ত। আর এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। Samsung Galaxy A30 ফোনটি অ্যান্ড্রয়েড 9.0 পাই আউট অফ দ্যা বক্স এসেছে, আর এই ফোনে ডুয়াল সিমের সাপোর্ট আছে।

অপ্টিক্সের ক্ষেত্রে এই ফোনে 16মেগাপিক্সালের ক্যামেরা  f/1.7 aperture য়ের সঙ্গে PDAF, LED  ফ্ল্যাশ আর একটি 5মেগাপিক্সালের আলট্রা ওইয়াইড ক্যামেরা  f/2.2 aperture  য়ের সঙ্গে পাওয়া যাবে। আর এই ডিভাইসে রেয়ার মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সঙ্গে 3.5mm অডিও জ্যাক, ডুয়াল 4G VoLTE, Bluetooth 5, GPS + GLONASS, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), NFC, USB Type-C সাপোর্ট আর একটি 4000mAh য়ের ব্যাটারি যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে তা দেওয়া হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo