MWC 2019 য়ের রাউন্ডআপঃ এবার এই সব 5G এনেবেল্ড স্মার্টফোন দেখা গেছে

Updated on 28-Feb-2019
HIGHLIGHTS

এই বছরের MWC 2019 য়ে ফোল্ডেবেল আর 5G ফোন বেশি দেখা গেছে আর আমরা আজকে এই আর্টিকেলে MWC 2019 য়ে যে সব 5G ফোন দেখা গেছে সেই বিষয়ে বলব

হাইলাইট

  • MWC 2019 য়ে এই সব 5G ফোন আনা হেয়ছে
  • Xiaomi, LG, Huawei আরও বেশ কিছু কোম্পানি 5G ফোন নিয়ে এসেছে
  • স্যামসাং তাদের ফোল্ডেবেল ফোনে 5G ফোন নিয়ে এসেছে

 

MWC 2019 য়ের সময়ে বেশ কিছু স্মার্টফোন কোম্পানি গুলি তাদের ডিভাইস লঞ্চ করেছে। আর এই ফোন গুলির মধ্যে থেকে আমরা বেশ কিছু ফোন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। কিছু কোম্পানি যেমন Xiaomi, Huawei আর OnePlus ইত্যাদি কোম্পানি গুলি তাদের ফোন নিয়ে এসেছে আর আজকে আমরা দেখব যে এই ইভেন্টে কোন কোন কোম্পানি 5G ফোন নিয়ে এসেছে।

Xiaomi MI Mix 3 5G

Xiaomi তাদ্র প্রথম 5G ফোন কোয়াল্কমের স্ন্যাপড্র্যাগন X50 5G মোডেমের সঙ্গে লঞ্চ করেছে আর এই ফোনটি কোম্পানির প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইস Mi Mix 3 য়ের মতন যা কিছু দিন আগে চিনে লঞ্চ করা হয়েছিল। এই ফোনে স্ন্যাপড্র্যাগনের 855 আর5G মোডেম দেওয়া হয়েছিল। আর এই ফোনটিতে 3,800mAh য়ের ব্যাটারির সঙ্গে লঞ্চ করা হয়েছে আর সেখানে স্ট্যান্ডার্ড Mi Mix 3 ফোনে একটি 3200mAh য়ের ব্যাটারি দেওয়া হেয়ছে। আর এই ফোনটি মানে Mi Mix 3 5G ফোনটিকে 599 ইউরো মানে প্রায় 48,251 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

LG V50 ThinQ 5G

LG V50 ThinQ ফোনটি কোম্পানির প্রথম 5G ফোন আর এই ফোনে কোম্পানি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 চিপসেট দিয়েছে আর এই ফোনটিতে এর সঙ্গে কোয়াল্কমের X50 Modem দেওয়া হয়েছে। আর এই ফোনে একটি 6.4 ইঞ্চির OLED ফুলভিশান ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে একটি 8MP র স্ট্যান্ডার্ড ক্যামেরার সগ্নে একটি 5MP র ওইয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হেয়ছে। আর এই ফোনে আপনারা ট্রিপেল ক্যামেরা সেটআপের সঙ্গে একটি 12MP+12MP +16MP র ক্যামেরা পাবেন।

Huawei Mate X

Huawei Mate X ফোনটি কোম্পানির প্রথম 5G ফোন আর এই ফোনট কোম্পানি Bailong 5000 5G মোডেম দিয়েছে যা কিরিন 980 প্রসেসার যুক্ত। ফোল্ড করার পরে এইউ ফোনটির ডিসপ্লে 6.6 ইঞ্চির OLED প্যানেলের আর এই ফোনটি আনফোল্ড করলে আপনারা 8 ইঞ্চির স্ক্রিনপাবেন আর এর রেজলিউশান 2480×2200 পিক্সাল। আর এই ফোনটি EUR 2,999 মানে প্রায় 1,85,000 টাকা দাম করা হয়েছে।

ZTE Axon 10 Pro 5G

ZTE তাদের প্রথম 5G ফোন  ZTE Axon 10 Pro 5Gকে এই ইভেন্টে নিয়ে এসেছে। এই ফোনে স্ন্যাপড্র্যাগন 855 আর স্ন্যাড্র্যাগন X50 5G মোডেম আছে। আর এই ফোনে একটি 6.47 ইঞ্চির ফুল HD+AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 9 পাই আছে। আর এই ফোনে আপনারা 6GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। আর এই ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরা সেটআপ আছে আর যা 48MP+20MP+8MP র। আর এর সগে এই ফোনের ফ্রন্টে একটি 20MP র ক্যামেরা আছে।

Samsung Galaxy Fold

Samsung Galaxy Fold এই ফোনটি কোম্পানি অন্য একটি ইভেন্টে নিয়ে এসেছে তবে এই ফোনটি কে কোম্পানি MWC তে দেখিয়েছে। আর এই ফোনের দাম সব থেকে বেশি এটি 1,980$ (Rs 1,40,000 প্রায়) এই দামে লঞ্চ করা হয়েছে। Samsung Galaxy Fold ফোনে আপনারা 4.7 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এর সঙ্গে এই ফোনের এক্সপেন্ড করলে এই ডিসপ্লে 7.3 ইঞ্চির স্ক্রিন পাওয়া যাচ্ছে। আর এই ফোনটি বাইরে থেকে ফোল্ড করা যায়। এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্রদসেসার আর 12GB র‍্যাম আর 512GB স্টোরেজ দেওয়া হয়েছে।

Samsung Galaxy S10 5G

এই স্যামসাংফোনটি একটি নন ফোল্ডেবেল ফোন যা একটি 5G এনেবেল্ড ফোন। আর এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্রসেসার যুক্ত। আর এই ফোনে এক্সিয়ন্স 9820 SoC আছে আর এটি X50 মোডের সঙ্গে পেয়ার করা হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :