MWC 2019: পাঁচটি ক্যামেরা যুক্ত Nokia র এই ফোনটি 24 ফেব্রুয়ারি লঞ্চ করা হতে পারে

Updated on 04-Feb-2019
HIGHLIGHTS

Nokia র এই মোবাইল ফোনটি MWC 2019 য়ের একটি ইভেন্টের সময়ে 4PM CET মানে প্রায় 8:30P.M য়ে লঞ্চ করা হতে পারে

আপনাদের বলে রাখি যে বার্সেলোনায় অনুষ্ঠিত হওয়া MWC 2019 শুরু হতে আর অল্প সময়ই বাকি আছে। আর এবার সবার বিষয়ে কিছু জানা না গেলেও আমরা Nokia ফোনের বিষয়ে জেনেছি জে তারা মিডিয়া ইনভিটেশান পাঠানো শুরু করে দিয়েছে। আর এর মানে এই নোকিয়া তাদের ফোন 24 ফেব্রুয়ারি MWC 2019 য়ে লঞ্চ করবে। আর এই ইভেন্টে 4P.M CET মানে ভারতীয় সময় প্রায় 8.30 IST তে লঞ্চ করা হবে।

MWC 2019 25 ফেব্রুয়ায়রি শুরু হবে আর চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। তবে সাধারনত কোম্পানি গুলি প্রথম দিকেই তাদের ফোন লঞ্চ করে দেয়। HMD Global ও এই বছর এরকম করতে চলেছে আর কোম্পানি 24 ফেব্রুয়ায়রি তাদের Nokia 9 Pure View লঞ্চ করতে পারে। Nokia 9 Pure View কে কোম্পানি পাঁচটি ক্যামেরা সেটআপের সঙ্গে লঞ্চ করবে আর পোস্টারে শুধু চারটি সেন্সারই দেখা গেছে।

অন্য পোস্টারে পাঞ্চ হোল ক্যামেরা যুক্ত ফোন দেখা গেছে। আর রিপোর্ট অনুসারে কোম্পানি দুটি ফোন আনতে চলেছে এদের পার্থক্য ডিসপ্লেতে হবে। বিখ্যাত লিকার OnLEaks কিছুদিন আগে একটি ফোনে 3D রেন্ডার্স দিয়েছে যেখানে Nokia 8.1 Plus নামে আসবে। আর অন্য একটি লিকে দাবি করা হয়েছে যে এই ফোনটি Nokia 8.1 Plus নয় বরং এটি হবে Nokia 6.1{(Nokia 6(2019)}।

Nokia 6.2 ফোনে 6.2 ইঞ্চির ডিসপ্লে থাকবে আর এই ডিভাইসে স্ন্যাপড্র্যাগন 636 প্রসেসার, 4GB/6GB র‍্যাম থাকবে আর এই ডিভাইসে ডুয়াল 16MP রেয়ার ক্যামেরা দেওয়া হবে যা কার্ল জাইসের সঙ্গে আসবে আর এই স্মার্টফোনে Nokia OZO অডিও সাপোর্টও থাকবে। আর এই ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

Nokia 6 মডেলটি প্রথমে চিনে লঞ্চ করা হয়েছিল আর তাই আশা করা হচ্ছে যে এই ফোনটি MWC 2019 য়ের আগে চিনে লঞ্চ করা হবে। তবে কোম্পানি চিনের ইভেন্টের বিষয়ে কিছু জানায়নি।  

Connect On :