MWC 2018: হুয়াই 4GB র‍্যাম যুক্ত MediaPad M5 ট্যাবলেটটি লঞ্চ করেছে

MWC 2018: হুয়াই 4GB র‍্যাম যুক্ত MediaPad M5 ট্যাবলেটটি লঞ্চ করেছে
HIGHLIGHTS

এই ট্যাবলেটটি এই বছরের মার্চ মাসে কিছু বাছাই করা মার্কেটে পাওয়া যাবে

হুয়াই MWC 2018তে তাদের MediaPad M5 এর তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে। এর সঙ্গে কোম্পানি MateBook X Pro ল্যাপটপটিও লঞ্চ করেছে। এই নতুন ট্যাবলেটটি তিনটি স্ক্রিন সাইজ ভেরিয়েন্ট আর ফিচার্সের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এতে 82% স্ক্রিন টু বডী রেশিও আছে। এর স্ক্রিন সাইজ 8.5-ইঞ্চি আর 10.8-ইঞ্চির দাম যথাক্রমে- EUR 349 (আনুমানিক 27,765টাকা) আর EUR 399 ( আনুমানিক 31,743টাকা) রাখা হয়েছে।

Mediapad M5 দুটি ভেরিয়েন্টে কিরিন 960 চিপসেট যুক্ত আর এতে 2560×1600 পিক্সাল রেজিলিউশানের। এটি 4GB র‍্যাম আর 128GB স্টোরেজ যুক্ত। এতে 13MP’র রেয়ার আর 8MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ওরিওতে কাজ করে, এতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে।

এই ট্যাবলেটটির একটি প্রো ভেরিয়েন্ট 10.8-ইঞ্চির ডিসপ্লের সঙ্গে MediaPad M5ও দেওয়া হয়েছে। এর স্পেক্স বাকি দুটি ডিভাইসের মতনই কিন্তু এতে কিছু আলদা ফিচার্স আছে আর এতে কোম্পানির M-Pen আছে।

এই সব ট্যাবলেটে আরও একটি আই কেয়ার মোড দেওয়া হেয়ছে আর এটি একটি ‘মিনি সাউন্ড বার’ যুক্ত। এই ডিভাইসের হার্মান কার্ডের সাউন্ড আছে। এই ডিভাইসটি কুইক চার্জ আর 4G LTE সাপোর্ট করে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo