MWC 2018: প্রথম দিন এই ডিভাইস গুলি লঞ্চ হল

MWC 2018: প্রথম দিন এই ডিভাইস গুলি লঞ্চ হল
HIGHLIGHTS

নোকিয়া তাদের 5টি ফোন নিয়ে এসেছে আর সেখানে স্যামসং তাদের নিজেদের S9 আর S9 Plus নিয়ে এসেছে

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে 2018’র প্রথম দিনে স্যামসং, হুয়াই, অ্যাল্কাটেল আর নোকিয়ার মতন কোম্পানি তাদের ডিভাইস নিয়ে এসেছে। স্যামসং তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস Galaxy S9 নিয়ে এসেছে, আর সেখানে অ্যাল্কাটেল বিশ্বের প্রথম অ্যান্ড্রয়েড ওরিও (গো এডিশান) স্মার্টফোন নিয়ে এসেছ। এই প্রোডাক্ট গুলির ওপর কিছু স্পেশাল অফার পাওয়া যাচ্ছে

স্যামসং

স্যামসং তাদের Galaxy S9 ফোনটি নিয়ে এসেছে। এটি নতুন প্রসেসারের সঙ্গে এসেছে। S9 ফোনটিতে 5.8-ইঞ্চির ডিসপ্লে আছে, এর বড় ভেরিয়েন্টটি 6.2-ইঞ্চির ডিসপ্লে যুক্ত।

নোকিয়া

HMD গ্লোবাল Nokia 7 Plus, Nokia 6 (2018), Nokia 8 Sirocco, Nokia 1 আর Nokia 8110 4G ফোনের সঙ্গে নিয়ে এসেছে। আর এর সঙ্গে কোম্পানি নোকিয়ার সমস্ত ফোন শুধু Nokia 2 ছাড়া অ্যান্ড্রয়েড বন প্ল্যাটফর্মে চলবে। Nokia 7 Plus 6-ইঞ্চির FHD+ প্লাস ডিসপ্লের সঙ্গে আসবে। এতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসারের সঙ্গে 4GB র‍্যাম দেওয়া হয়েছে।

হুয়াই

হুয়াই এই ইভেন্টে কোন স্মার্টফোন লঞ্চ করেনি, কিন্তু কোম্পানি MateBook X Pro ল্যাপটপটি আর MediaPad M5 ট্যাবলেটটি নিয়ে এসেছে।

LG

কোম্পানি MWC 2018তে V30S Thin Qআর V30S+ Thin Qনিয়ে এসেছে। দুটি ফোনে 6GB র‍্যাম যুক্ত, কিন্তু LG V30S ফোনটিতে 128GB স্টোরেজ আর LG V30S+ ফোনটিতে 256GB স্টোরেজ দেওয়া হয়েছে।

অ্যাল্কাটেল

কোম্পানি 1X নিয়ে এসেছে, যা অ্যান্ড্রয়েড ওরিও(গো এডিশান) যুক্ত প্রথম ফোন। এটি এন্ট্রি লেভেল স্মার্টফোনে 5.3-ইঞ্চিকে 960 x 480 পিক্সাল রেজিলিউশান ডিসপ্লে যুক্ত। এটি একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যুক্ত। এছাড়া কোম্পানি Alcatel 5, 3, 3V এবং3Xও নিয়ে এসেছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo