Moto X30 Pro Launch: 200MP ক্যামেরা সহ বিশ্বের প্রথম স্মার্টফোন লঞ্চ, মাত্র 19 মিনিটে ফুল চার্জ হয় ব্যাটারি
Moto এর নতুন ফোন এল বাজারে, এই ফোনটির নাম হল Moto X30 Pro
এই ফোনটি বাজারে তিনটি RAM এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে
এই ফোনটির দাম ভারতে শুরু হচ্ছে 43,600 টাকা থেকে
Motorola একের পর দারুন সব ফোন লঞ্চ করছে চিনে। Lenovo অধিকৃত সংস্থা, Motorola এবার আনল তাদের নতুন Flagship ফোল্ডেবল ফোন। এই ফোনটির নাম Moto Razr 2022। এই ফোনটি বৃহস্পতিবার 11 আগস্ট লঞ্চ হয়েছে তবে শুধু Moto Razr 2022 নয়, একই দিনে লঞ্চ হয়েছে মটোরোলার আরও একটি ফোন Moto X30 Pro। এই ফোনে কভার রিয়ার প্যানেলে আছে এবং এই ফোনের ডিসপ্লের মাঝে আছে পাঞ্চ হোল কাট আউট। এই পাঞ্চ হোল কাট আউটে রয়েছে ফ্রন্ট ক্যামেরা। এছাড়া Moto X30 Pro ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 8+ Gen1 প্রসেসর। এছাড়া এই ফোনের আকর্ষণীয় ফিচার হচ্ছে এর 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।
এই ফোনটির দাম কত?
এই ফোনটির দাম ভারতে শুরু হচ্ছে 43,600টাকা থেকে। এই দামে Moto X30 Pro এর 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। অন্যদিকে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ সহ ভ্যারিয়েন্টটির দাম হচ্ছে 49,500 টাকা। এবং সব থেকে টপ ভ্যারিয়েন্ট যাতে আছে 12GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ তার দাম হল 53 হাজার টাকা।
কী কী ফিচার আছে এই ফোনে?
এই ফোনটিতে আছে একটি 6.73 ইঞ্চির একটি pOLED ডিসপ্লে, এই ডিসপ্লে হচ্ছে Full HD+ রেজোলিউশন এর। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে এই ফোনে। এতে একটি Snapdragon 8+ Gen1 প্রসেসর আছে যার সঙ্গে 12GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ আছে। রিয়ার ক্যামেরায় আছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। এছাড়া 50 মেগাপিক্সেল এবং 12 মেগাপিক্সেলের দুটো ক্যামেরা। সেলফি এবং ভিডিওর জন্য আছে 60 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। এতে একটি 4500mAh ব্যাটারি আছে যাতে 125W এর ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। এই ফোনটি 50% চার্জ হতে সময় নেবে 7 মিনিট এবং 100% চার্জ হতে লাগে 19 মিনিট। এছাড়াও এই ফোনে 50w এর ওয়্যারলেস চার্জিং এর সুবিধা আছে।