Moto G85 5G: 10 জুলাই ভারতে লঞ্চ হবে মোটো জি85 5G, 32MP সেলফি ক্যামেরা এবং 12GB RAM থাকবে ফোনে

Updated on 03-Jul-2024
HIGHLIGHTS

মোটোরোলা তার G Series স্মার্টফোন Moto G85 5G ভারতীয় বাজারে লঞ্চ করার ঘোষনা করে দিয়েছে

অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মটো জি85 5G ফোনটি 10 জুলাই দুপুর 12 বাজারে আনা হবে

মোটো ফোনে 8GB RAM এবং 12GB RAM এর সাথে 12GB RAM বুস্টার থাকবে

মোটোরোলা তার G Series স্মার্টফোন Moto G85 5G ভারতীয় বাজারে লঞ্চ করার ঘোষনা করে দিয়েছে। আপকামিং মোটোরোলা ফোনটি 10 জুলাই ভারতে আনা হবে। ই-কমার্স সাইট Flipkart এ আপকামিং ডিভাইসের মাইক্রোসাইট লাইভ করে দিয়েছে। এখান থেকে ফোনের সমস্ত স্পেসিফিকেশন প্রকাশ করেছে। আসুন জেনে নেওয়া যাক মোটো জি85 5G ফোনটি কবে লঞ্চ হবে এবং ফিচার কী থাকবে।

Moto G85 5G ভারতে কবে হবে লঞ্চ

অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মটো জি85 5G ফোনটি 10 জুলাই দুপুর 12 বাজারে আনা হবে।

আরও পড়ুন: CMF Phone 1: ডাইমেনসিটি 7300 5G চিপসেট, 50MP ক্যামেরা সহ আসবে নাথিং এর সস্তা ফোন, কোম্পানি নিজের করল নিশ্চিত

বলে দি যে এই ডিভাইসটি গ্লোবাল মার্কেটে গত সপ্তাহে লঞ্চ হয়েছিল। ভারতীয় বাজারেও একই স্পেসিফিকেশন এবং ফিচার সহ আসবে আপকামিং ফোন।

আপকামিং ফোনটি তিনটি কালার কোবাল্ট ব্লু, আর্বন গ্রে এবং অলিভ গ্রিন মতো কালার অপশনে আসবে।

Motorola sets Moto G85 5G

মটোরোলা জি85 5G ফোনে কী স্পেসিফিকেশন থাকতে পারে

ডিসপ্লে: ফ্লিপকার্ট লিস্টিং অনুযায়ী, মটো জি85 5G ফোনে 6.7-ইঞ্চির 3D কার্ভ FHD+ pOLED ডিসপ্লে থাকবে। এটি 120Hz রিফ্রেশ রেট, 1600 নিট পিক ব্রাইটনেস, 100 শতাং DCI P3 কালার গমট সহ আসবে। এছাড়া ফোনে সিকিউরিটির জন্য গরিল্লা গ্লাস 5 প্রটেকশন হবে।

চিপসেট: প্রসেসরের জন্য ফোনে কোয়ালকম Snapdragon 6s Gen 3 অক্টাকোর চিপসেট দেওয়া হবে।

RAM এবং স্টোরেজ: মোটো ফোনে 8GB RAM এবং 12GB RAM এর সাথে 12GB RAM বুস্টার থাকবে। এটি মিলিয়ে ফোনে মোট 24 জিবি RAM পাওয়ার পাওয়া যাবে। এর সাথে থাকছে 256GB পর্যন্ত স্টোরেজ।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য মোটো G85 5G স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ফোনের পিছনে 50MP এর সোনি LYTIA 600 মেইন সেন্সর পাওয়া যাবে। এর সাথে 8MP আল্ট্রা ওয়াইড এবং ম্যাক্রো লেন্স পেয়ার করা। ফ্রন্টে ফোনে 32MP সেলফি ক্যামেরা দেওয়া যেতে পারে।

ব্যাটারি: পাওয়ার দিতে ফোনে মোটো G85 5G ফোনে বড় 5000mAh এর ব্যাটারি সাপোর্ট থাকবে। ফোনকে দ্রুত চার্জ করার জন্য দেওয়া হবে 33W টার্বো ফাস্ট চার্জিং।

অপারেটিং সিস্টাম: নতুন মোবাইল ফোন Android 14 এর উপর চলবে। এর সাথে 2 বছরের অপারেটিং সিস্টাম এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

আরও পড়ুন: Realme C63 Sale: 10 হাজার টাকার বাজেটে নতুন রিয়েলমি ফোনের আজ সেল, 50MP ক্যামেরা সহ আর কী রয়েছে ফিচার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :