Motorola Razr 50 Ultra ফ্লিপ স্মার্টফোন ভারতে লঞ্চ, 50MP ডুয়াল ক্যামেরা সহ পাওয়ারফুল প্রসেসর রয়েছে

Updated on 04-Jul-2024
HIGHLIGHTS

Motorola কোম্পানি ভারতীয় বাজারে তাদের আরেকটি ফোল্ডেবাল ফোন Razr 50 Ultra নিয়ে হাজির।

নতুন ভার্সনে কোম্পানি বড় ডিসপ্লে, দুর্দান্ত ডিজাইন, আইপি রেটিং এবং নতুন হার্ডওয়্যার অফার করা হয়েছে

মোটোরোলার নতুন ফ্লপি স্মার্টফোন রেজর 50 আল্ট্রা ভারতে 89,999 টাকায় লঞ্চ করা হয়েছে

Motorola কোম্পানি ভারতীয় বাজারে তাদের আরেকটি ফোল্ডেবাল ফোন Razr 50 Ultra নিয়ে হাজির। কোম্পানি ভারতে আজ 4 জুলাই এই নতুন ফোল্ডেবল ফোনটি চালু করেছে। নতুন ভার্সনে কোম্পানি বড় ডিসপ্লে, দুর্দান্ত ডিজাইন, আইপি রেটিং এবং নতুন হার্ডওয়্যার অফার করা হয়েছে। শুধু তাই নয়, কোম্পানি নতুন ডিভাইসের সাথে ওয়্যারলেস হেডফোন বিনামূল্যে দিচ্ছে। ফোনের বিক্রি ই-কমার্স সাইট Amazon, কোম্পানির ওয়েবসাইট এবং রিটেল স্টোর থেকে শুরু হবে। আসুন ডিভাইসের দাম এবং ফিচার জেনে নেওয়া যাক।

Motorola razr 50 Ultra ফোনের দাম কত এবং বিক্রি কবে

মোটোরোলার নতুন ফ্লপি স্মার্টফোন রেজর 50 আল্ট্রা ভারতে 89,999 টাকায় লঞ্চ করা হয়েছে।

ডিভাইসের প্রিবুকিং 10 জুলাই থেকে শুরু হবে। ফোনের সাথে 9999 টাকার ফ্রি মোটো বাডস দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: Vivo T3 Lite 5G ফোনের প্রথম সেল আজ, 10 হাজার টাকার কমে 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি

লেটেস্ট ফোনটি পিচ ফজ, স্প্রিং গ্রিন এবং মিডনাইট ব্লু মতো তিনটি কালার অপশনে কেনা যাবে।

মোটোরোলা রেজর 50 আল্ট্রা ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে: ডিসপ্লের কথা বললে, রেজর 50 আল্ট্রা ফোনে 6.9-ইঞ্চির FHD+ pOLED LTPO মেইন ডিসপ্লে দেওয়া। এটি 165Hz রিফ্রেশ রেট, 2640×1080 পিক্সেল রেজোলিউশন, 10 বিট HDR 10+ এবং 3000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে। এছাড়া ফোনে 4-ইঞ্চি pOLED LTPO বাইরের স্ক্রিন রয়েছে। এতেও 165Hz রিফ্রেশ রেট, 1272×1080 পিক্সল রেজোলিউশন এর সাপোর্ট পাওয়া যাবে। ফোনের ডিসপ্লে সুরক্ষিত রাখতে স্ক্রিনে কর্নিং গরিল্লা গ্লাস ভিকটাস প্রোটেকশন দেওয়া।

রেজর 50 আল্ট্রা ভারতে 89,999 টাকায় লঞ্চ করা হয়েছে

প্রসেসর: পারফরম্যান্সের জন্য মটোরোলা রেজর 50 আল্ট্রা ফোনে কোয়ালকম Snapdragon 8s Gen 3 চিপসেট পাওয়া যাবে। এটি 4nm প্রসেস এর সাথে পেয়ার করা হয়েছে। ডিভাইসের সাথে 12GB LPDDR5X RAM এবং 512GB UFS 4.0 স্টোরেজ পেয়ার করা হয়েছে।

ক্যামেরা: মোটো রেজর 50 আল্ট্রা ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। ফোনের সাথে 50MP প্রাইমারি ক্যামেরা থাকছে, যার সাথে OIS সহ 50MP 2x টেলিফটো ক্যামেরা লেন্স দেওয়া হয়। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 32MP ফ্রন্ট সেন্সর দেওয়া।

ব্যাটারি: পাওয়ার দিতে বড় ফোনে 4000mAh ব্যাটারি পাওয়া যাবে। এটি চার্জ করার জন্য 45W টার্বোপাওয়ার ফাস্ট চার্জর দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে 15W ওয়ারলেস চার্জিং সাপোর্ট।

অপারেটিং সিস্টাম: মটো রেজর 50 আল্ট্রা ফোনটি Android 14 ভিত্তিক Hello UI সহ লঞ্চ করা হয়েছে।

আরও পড়ুন: OnePlus Nord 4 5G ফোনের 4টি দুর্দান্ত ফিচার, লিক হল ভারতে লঞ্চের তারিখ এবং দাম, জেনে নিন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :