Motorola Razr 40 India Price: ভুল করে প্রকাশ্যে চলে এল মটোরোলা ফোনের দাম, ঝটপট দেখুন কিনতে কত খরচ হবে
Motorola Razr 40 ফোনটি আগামী 3 জুলাই লঞ্চ হবে দেশে
এটি Amazon থেকে কেনা যাবে
সেখানেই ভুল করে ফাঁস হয়ে গেল এই ফোনের দাম
Motorola -এর তরফে তাদের আগামী ফোন Motorola Razr 40 শীঘ্রই ভারতের বাজারে নিয়ে আসা হবে। আগামী সপ্তাহে অর্থাৎ 3 জুলাই লঞ্চ করতে চলেছে এই ফোন। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে।
এই ফোনটির সঙ্গে লঞ্চ করবে Motorola Razr 40 Ultra। আর এই ফোন লঞ্চের আগেই প্রকাশ্যে এল ফোনটির দাম। ভুল করে বুধবার Amazon -এর সাইটে ফাঁস হয়ে যায় এই ফোনের দাম।
এই ফোনটিতে গ্রাহকরা পেতে চলেছেন 6.9 ইঞ্চির একটি POLED ডিসপ্লে। এখানে 144 HZ রিফ্রেশ রেট থাকবে। Snapdragon 7 Gen 1 প্রসেসরের সাহায্যে চলবে Motorola -এর এই ফোন।
এটি আগে চিনে লঞ্চ হয়েছিল, এবার এটি ভারতের বাজারে আসছে। এখানে 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4200 mAh ব্যাটারি থাকবে যে সেটা নিশ্চিত করা হয়েছে কোম্পানির তরফে।
Amazon India -এর তরফে Motorola Razr 40- এর লঞ্চের আগে এই ফোনের দাম টিজ করা হল। এখন সরিয়ে ফেলা হলেও প্রথমে যে লিস্টিং পোস্ট করা হয়েছিল সেখানে দেখা গিয়েছিল যে এই ফোনটি অর্থাৎ এই ফোল্ডেবল ফোনটি কিনতে গ্রাহকদের খরচ হবে 59,999 টাকা। এখন যে লিস্টিং দেখা যাচ্ছে এই E-commerce সাইটে সেখানে আর Motorola Razr 40 বা Motorola Razr 40 Ultra -এর নাম নেই।
আরও পড়ুন: Amazon Prime Days 2023: সবচেয়ে বড় সেল ঘোষণা অ্যামাজনের, কীসে কত ছাড় পাবেন, কবে থেকে শুরু দেখুন
Motorola Razr 40 প্রাথমিক ভাবে চিনে লঞ্চ হয়েছিল গত মাসে। সেখানে এই ফোনের দাম শুরু হচ্ছিল CNY 3,999 অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় 46,000 টাকা থেকে। এই টাকার বিনিময়ে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ মডেল কেনা যাচ্ছে।
8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল সেদেশে কিনতে খরচ হয় CNY 4,299 অর্থাৎ প্রায় 49,000 টাকা। আর টপ এন্ড মডেলের দাম CNY 4,699 বা 54,500 টাকা। এই মডেলে আছে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ।
কবে ভারতে আসছে Motorola Razr 40?
আগামী 3 জুলাই Motorola Razr 40 এবং Razr 40 Ultra লঞ্চ করবে ভারতে। Amazon -এর তরফে একটি মাইক্রো সাইট বানানো হয়েছে যেখানে এই Motorola Razr 40 সিরিজের কিছু ফিচার প্রকাশ্যে আনা হয়েছে। যাঁরা এই ফোন ICICI ব্যাংক এবং SBI ব্যাংকের ক্রেডিট কার্ডের সাহায্যে কিনবেন তাঁরা 10% ছাড় পেয়ে যাবেন।
কী কী ফিচার আছে Motorola Razr 40 তে?
1. এই ফোনে গ্রাহকরা 6.9 ইঞ্চির একটি POLED ডিসপ্লে পাবেন। সেখানে 144 HZ রিফ্রেশ রেট থাকতে পারে। 1080X2640 পিক্সেলের রেজোলিউশন পাওয়া যাবে বলেই জানা গিয়েছে এই ফোনের ডিসপ্লেতে।
2. Snapdragon 7+ Gen 1 প্রসেসরের সাহায্যে চলবে এই ফোন। সঙ্গে থাকবে 12 GB RAM।
3. 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 12 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি ক্যামেরা থাকবে এই হবে। ফ্রন্ট ক্যামেরায় সেলফি তোলার জন্য আছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর।
4. 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4200 mAh ব্যাটারি আছে এখানে।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile