Motorola P30 Play ফোনটিকে কোম্পানির চিনের ওয়েবসাইটে দেখা গেছে আর এ থেকে এই ফোনটি যে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে সেই বিষয়ে অনুমান করা যায়
Motorola খুব তাড়াতাড়ি তাদের P30 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আর এই স্মার্টফোনের মধ্যে Moto P30 আর Moto P30 Note ফোন দুটি আছে। আর এছাড়া অন্য একটি স্মার্টফোন Motorola P30 Play ও আছে। আর এবার খুব তাড়াতাড়ি চিনে এই ফোন লঞ্চ করা হবে বলে জানা গেছে। আর এর লঞ্চের বিষয়ে মোটোরোলার চিনের ওয়েবসাইটের প্রোডাক্ট পেজে দেখা গেছে। আর এই লিস্টিং থেকে এটা জানা গেছে যে এটি চিনে আগামী কিছু দিনের মধ্যেই লঞ্চ করা হতে পারে।
সম্প্রতি কোম্পানির তরফে দুটি ফোন লঞ্চ করা হয়েছে। আর এর মধ্যে একটি P30 Note নামে লঞ্চ হয়েছে। Motorola P30 Note ফোনের দুটি আলাদা আলদা ভার্সান লঞ্চ করা হয়েছে, আর এতে 4GB/64GB ভেরিয়েন্টের দাম CNY 1,999মানে প্রায় 20,990 টাকা আর 6GB/64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 2,299 মানে প্রায় 24,029 টাকা।
Motorola P30 Note ফোনের স্পেসিফিকেশান
আমরা যদি Motorola P30 Note ফোনের বিষয়ে কথা বলি তবে আপনারা এতে একটি 6.2ইঞ্চির ডিসপ্লের পাবেন। আর এছাড়া এও বলে রাখি যে এতে একটি FHD+ LCD ডিসপ্লের যার অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 অক্টা কোর প্রসেসার আছে আর এছাড়া এই ফোনে একটি 5,000mAh য়ের ব্যাটারি আছে। আর এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আর ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে Motorola P30 Note ফোনে একটি 16+5MPফ্র ক্যামেরা আছে আর এছাড়া আপনারা এতে একটি 12MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন। আর এড়ি ডুয়াল সিম সাপোর্ট করে আর এটি ব্লুটুথ 5 য়ের সাপোর্ট যুক্ত। আর এতে একটি 3.5mm য়ের অডিও জ্যাক আছে।