Lenovo র অধিকৃত কোম্পানি Motorola চিনে তাদের Motorola P30 স্মার্টফোনটি অফিসিয়ালি লঞ্চ করেছে। লঞ্চ করার এক দিন আগেই এই ফোনটিকে চিনে কোম্পানির অফিসিয়াল সাইটে দেখা গেছিল। আর এই স্মার্টফোনটি আইস হোয়াইট, ব্রাইট ব্ল্যাক আর ওরিও ব্লু ব্যাক প্যানেলের সঙ্গে লঞ্চ করা হয়েছে।
Motorola P30 স্মার্টফোনটির 6GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 1,999 (প্রায় 20,000 টাকা) আর সেখানে এর 6GB র্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 2,099 (প্রায় 21,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। আর এই স্মার্টফোনটি চিনে প্রি-অর্ডারের জন্য পাওয়া শুরু হয়েছে আর এটি কবে থেকে কেনা যাবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।
Motorola P30 স্মার্টফোনটি 6.2 ইঞ্চির IPS LCD ডিসপ্লে যুক্ত একটি ফুল HD+ রেহিলিউশানের ফোন। আর এই ডিসপ্লের অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই স্মার্টফোনটি অক্টা কোর স্ন্যাপড্র্যাগন 636 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এর ক্লক স্পিড 1.8GHz আর এটি অ্যাড্রিনো 509 GPU যুক্ত। এই ফোনটি 6HN র্যাম আর 64GB/128GB স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে।
এই স্মার্টফোনে iPhone X য়ের মতন ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে যাতে OmniVision য়ের 16MP+5MP সেন্সার আছে। আর প্রাইমারি লেন্সের অ্যাপার্চার f/1.8 আর সেকেন্ডারি লেন্সের অ্যাপার্চার f/2.2। ক্যামেরা PDFA,1080p ভিডিও শুটিং ক্ষমতা আর ডুয়াল টোন LED ফ্ল্যাশ যুক্ত। আর এই ডিভাইসের ফ্রন্টে 12MP র ক্যামেরা আছে যা f/2.0 লেন্স আর 1.25um পিক্সাল সাইজ যুক্ত।
এই স্মার্টফোনের ব্যাকে ফিঙ্গাররপ্রিন্ট স্ক্যানার আছে আর এটি মোটোর লোগো যুক্ত। এই ফোনে অ্যান্ড্রয়েড ওরিও 8.o OS য়ের সঙ্গে ZUI 4.0 তে কাজ করে। Motorola P30 স্মার্টফোনটিতে 3.5mm য়ের অডিও জ্যাক, বটমে USB-C পোর্ট আর 18W ফাস্ট চার্জিং আছে আর এই ডিভাইসের ব্যাটারি 3,000mAh য়ের।