Motorola One Power স্মার্টফোনে স্ন্যাপড্র্যাগন 636 প্রসেসার আর ডুয়াল ক্যামেরার সঙ্গে লিক হল
Motorola One Power স্মার্টফোনটিতে স্ন্যাপড্র্যাগন 636 প্রসেস্র ছাড়া FHD+ ডিসপ্লে আর ডুয়াল ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হতে পারে
সম্প্রতি জানা গেছে যে Motorola র তরফে তাদের নতুন স্মার্টফোন অ্যান্ড্রয়েড ওয়ানের সঙ্গে খুব তাড়াতাড়ি লঞ্চ করা হতে পারে আর এই ডিভাইসটিকে Motorola One Power ডিভাইস হিসাবে লঞ্চ করা হতে পারে। আর এছাড়া আপনাদের এও বলে রাখি যে মাত্র কিছু দিন আগেই এই ডিভাইসের একটি ইমেজ টুইটারে দেখা গেছিল। আর এই লিক ইমেজের সঙ্গে এটা জানা গেছিল যে এটি নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে।
আর এবার এই ডিভাইসটির বিষয়ে আরও বেশ কিছু খবর জানা গেছে। আপনাদের বলে রাখি যে এই ডিভাইসের কিছু স্পেক্স আর ফিচার্স এবার লিক হেয়ছে। আর এদের মাধ্যমে এটা জানা গেছে যে এটি আসদতে কী রকমের ডিভাইস হবে।
এর স্পেক্স নিয়ে একটি খবর Techienizeর মাধ্যমে সামনে এসেছে। এটি একটি স্প্যানিশ লিস্টিং আর এর মাধ্যমে ফোনটির বিষয়ে কিছু খবর জানা গেছে। আর এর স্পেক্স ও কিছু লিক হয়েছে আর এছাড়া এর ইমেজও দেখা গেছে। আর তবে এটি নচের কথা সত্যি বলে দেখাচ্ছেনা। আর এই ছবির মাধ্যমে স্মার্টফোনটির যে সব বিষয় জানা গেছে তা হল যে, এই ডিভাইসে একটি 6.2ইঞ্চির বড় ডিসপ্লে থাকতে পারে, আর এই ডিভাইসের অ্যাস্পেক্ট রেশিও 19:9 । আর এই ফোনটির ব্যাকে ভার্টিকালি ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে আর এটি আপনারা অ্যান্ড্রয়েড ওয়ানের ব্রাইজিং পাবেন।
আমরা যদি এই ফোনটির অন্য স্পেক্স আর ফিচার্সের বিষয়ে কথা বলি তবে এই ডিভাইসে স্ন্যাপড্র্যাগন 636 চিপসেট থাকতে পারে আর এছাড়া এতে একটি 4GB র্যাম আর 64GB স্টোরেজ থাকতে পারে। আর এছাড়া এতে 6.2ইঞ্চির FHD+ 1080×2280 পিক্সাল রেজিলিউশানের 19:9 অ্যাস্পেক্ট রেশিওর ডিসপ্লে থাকার সম্ভবনা আছে। আর এই ফোনের ব্যাটারি 3780mAh হতে পার।এ আর এটি অ্যান্ড্রয়েড 8.1 Oreo তে কাজ করবে।
আর আমরা আপনাদের বলেছি যে এই ডিভাইসের লিক থেকে এটা জানা গেছে যে এই ডিভাইসে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকব আর এই ডিভাইসে একটি 12মেগাপিক্সালের প্রাইমারি আর 5মেগাপিক্সালের সেকেন্ডারি ক্যামেরা থাকবে। আর এই স্মার্টফোনে আপনারা একটি 8মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা দেখতে পারবেন।