Moto Z2, 27 জুন লঞ্চ হতে পারে
By
Aparajita Maitra |
Updated on 15-Jun-2017
HIGHLIGHTS
এই ফোনটির টিজার ইমেজ থেকে জানা গেছে যে এতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে
মোটোরোলা 27 জুন একটি ইভেন্টের ব্যবস্থা করেছে, এই ইভন্টের জন্য কোম্পানি আমন্ত্রণ জানানোও শুরু করে দিয়েছে। এই খবরে একটি টিজার ইমেজ শেয়ার করা হয়েছে, এই লিক ইমেজে যা দেখা গেছে তাতে Moto Z2 এর সঙ্গে অনেক মিল খুঁজে পাওয়া গেছে।
এর আগেও এই ফোনটির বিষয়ে অনেক ধরনের লিক সামনে এসেছিল, যেগুলির মাধ্যমে এই ডিভাইসটির সম্পর্কে বেশ কিছু ডিটেলস জানা গেছে। এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 SoC থাকবে এর র্যাম 4GB’র হবে। এই ডিভাইসে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাটের আপডেটও পাওয়া যাবে। এছাড়া এই ডিভাইসটিতে বায়োমেট্রিক অথেনটিকেশন সাপোর্টও থাকবে।
এই স্মার্টফোনটিকে আগামী মাসে লঞ্চ করা হতে পারে। এই স্মার্টফোনটি ছাড়া Moto Z Forceও এই মাসে লঞ্চ করা হতে পারে। আপনাদের মনে করিয়েদি যে কোম্পানি moto G5 আর moto G5 plus লঞ্চ করেদিয়েছে।