Moto G54 5G India launch: প্রিমিয়াম ফোনকে টেক্কা দিতে আগামীকাল ভারতে আসছে Moto G54 5g, লঞ্চের আগেই প্রকাশ হল ফিচার এবং স্পেসিফিকেশন

Updated on 06-Sep-2023
HIGHLIGHTS

Motorola ভারতে 6 সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল Moto G54 5G লঞ্চ করবে

লঞ্চের আগেই কোম্পানি তার আপকামিং ফোনরে সমস্ত স্পেসিফিকেশ এবং ফিচার প্রকাশ করে দিয়েছে

অফিসিয়াল ওয়েবসাইট অনুয়ায়ী, পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 30W টর্বোপাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি দেওয়া হবে

স্মার্টফোন কোম্পানি Motorola ভারতে 6 সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল Moto G54 5G লঞ্চ করবে। লঞ্চের আগেই কোম্পানি তার আপকামিং ফোনরে সমস্ত স্পেসিফিকেশ এবং ফিচার প্রকাশ করে দিয়েছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট অনুয়ায়ী, পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 30W টর্বোপাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি দেওয়া হবে।

আসুন জেনে নেওয়া যাক ফোনের ডিসপ্লে, সফটওয়্যার, ক্যামেরা, প্রসেসর সহ অন্য কী ফিচার রয়েছে।

আরও পড়ুন: Reliance Jio 7 years: 7 বছরের হল রিলায়েন্স জিও, অফারের ঝুড়ি নিয়ে হাজির, 21GB পর্যন্ত অতিরিক্তি ডেটা সহ থাকছে ধামাকা অফার

Moto G54 5G স্পেসিফিকেশন

ডিসপ্লে হিসেবে Moto G54 5G ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.5-ইঞ্চি FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেতে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট দেওয়া।

ফটোগ্রাফির জন্য আপকামিং মোটো ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে। এতে 50MP এর মেইন সেন্সর এবং 8MP এর আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স রয়েছে। এছাড়া, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য় পাঞ্চ হোল ডিজাইন সহ 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

https://twitter.com/motorolaindia/status/1699038102621479353?ref_src=twsrc%5Etfw

আরও পড়ুন: বিনামূল্যে আপডেট করুন Aadhaar Card: নাম, ঠিকানা কোনো খরচ ছাড়াই করা যাবে আপডেট, কীভাবে জানুন

পারফরম্যান্সের জন্য ফোনে মিডিয়াটেক ডাইমেনশন 7020 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 পাওয়া যাবে। কোম্পানি এতে Android 14 আপডেট এবং 3 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়ার দাবি করেছে।

Moto G54 5G দাম কত হবে

লিক রিপোর্ট অনুযায়ী, কোম্পানি তার আপকামিং ফোনিট দুটি ভ্যারিয়্যান্টে লঞ্চ করবে। ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম 14,999 টাকা এবং 12GB এবং 256GB স্টোরেজ সহ ভ্যারিয়্যান্টটি 18,999 টাকা রাখা হবে।

আরও পড়ুন: Reliance Jio 5G Recharge Plans: জিওর এই 5 প্ল্যানে মিলবে Super-Fast 5G Data, সঙ্গে বাম্পার সব সুবিধা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :