Motorola এর সস্তা 5G Smartphone নিয়ে বাড়ছে ক্রেজ, মাত্র 9999 টাকায় আজ আবার হবে বিক্রি

Updated on 04-Sep-2024
HIGHLIGHTS

সম্প্রতি Motorola কোম্পানি তার নতুন বাজেট 5G স্মার্টফোন Moto G45 5G লঞ্চ করেছে

এই ফোনটি স্পেশাল অফারে 10,000 টাকার কম দামে (Smartphone under 10K) কিনতে পারবেন

আজ 4 সেপ্টেম্বর আবার Flipkart সাইটে মোটো জি45 5জি ফোনের সেল রাখা হয়েছে

কম দামে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন এবং ফিচার ভাল চাইছেন তবে এই খবর আপনার জন্য। সম্প্রতি Motorola কোম্পানি তার নতুন বাজেট 5G স্মার্টফোন Moto G45 5G লঞ্চ করেছে। এই ফোনটি স্পেশাল অফারে 10,000 টাকার কম দামে (Smartphone under 10K) কিনতে পারবেন। আজ 4 সেপ্টেম্বর আবার Flipkart সাইটে মোটো জি45 5জি ফোনের সেল রাখা হয়েছে।

Moto G45 5G ফোনে স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লে: মোটো ফোনে 6.5-ইঞ্চি IPS LCD HD+ (1600 x 720) পিক্সেল রেজোলিউশন দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর: মোটোরোলা ফোনটি Qualcomm SD 6s Gen 3 6nm সহ আনা হয়েছে।

আরও পড়ুন: 200MP টেলিফটো ক্যামেরা থাকবে Xiaomi 15 Ultra স্মার্টফোন, জেনে নিন কী থাকবে বিশেষ

RAM এবং স্টোরেজ: মোটোরোলা ফোনে 4GB/8GB RAM অপশন সহ 128GB স্টোরেজ অফার করা হয়েছে। ফোনে 8GB পর্যন্ত ভার্চুয়াল RAM পাওয়া যাবে।

ক্যামেরা: মোটোরোলা ফোনে কোম্পানি 50MP রিয়ার ক্যামেরা এবং 8MP সেকেন্ডারি ক্যামেরা অফার করেছে। ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি: পাওয়ার দিতে স্মার্টফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি 18W চার্জিং ফিচার সাপোর্ট করে।

মোটো জি45 5জি ফোনের দাম কত ভারতে

  • 4GB+128GB অপশনের দাম 10,999 টাকা
  • 8GB+128GB অপশনের দাম 12,999 টাকা

মোটোরোলা এই ফোনটি আজ সেলে 9999 টাকার শুরুর দামে বিক্রি হবে। তবে এই দাম ব্যাঙ্ক অফারের সাথে পাওয়া যাবে। গ্রাহকরা Axis Bank Credit Card এবং IDFC First Bank Credit Card পেমেন্টে 1000 টাকা পাবেন।

আরও পড়ুন: Samsung আনছে আরেকটি সস্তা স্মার্টফোন, 10000 টাকার কম হতে পারে ফোনের দাম

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :