মোটোরোলা অবশেষে তাদের Moto G7 সিরিজ লঞ্চ করেছেঃ এর দাম থেকে স্পেক্স সব কিছু জানুন

Updated on 08-Feb-2019
HIGHLIGHTS

সব Moto G7 সিরিজের ফোন ব্রাজিল আর মেক্সিকোতে পাওয়া যাচ্ছে আর আশা করা হচ্ছে যে ভারতেও এই সিরিজের ফোন লঞ্চ হবে

হাইলাইট

Moto G7, G7 Power আর G7 প্লে স্ন্যাপড্র্যাগন 632SoCযুক্ত

Moto G7 প্লাস ফোনে মোটো স্ন্যাপড্র্যাগন 636 প্রসেসার দিয়েছে

 

মোটোরোলা সেভেন্থ জেনারেশানের G সিরিজ স্মার্টফোন মেক্সিকো আর ব্রাজিলে লঞ্চ করেছে। আর এই সব G7 সিরিজের ফোন গুলি হল Moto G7, Moto G7 Plus, Moto G7 Play আর Moto G7 Power এই সব ফোন গুলি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 600 সিরিজের ফোন আর এর সঙ্গে এতে অ্যান্ড্রয়েড 9 পাই দেওয়া হয়েছে। আর নতুন ফোন গুলি ব্রাজিল আর মেক্সিকোতে পাওয়া যাচ্ছে আর ভারত, US আর কানাডার মতন বাজারেও এই ফোন গুলি তাড়াতাড়ি আসবে বলে মনে হচ্ছে। আর এই ফোনগুলি ফেব্রুয়ারির মাঝামাঝি ইউরোপে পাওয়া যাবে।

Moto G7 ফোনটির দাম 250Euro(প্রায় 20,00টাকা) আর সেখানে Moto G7 Plus য়ের দাম 300 Euro মানে ভারতীয় মুদ্রায় প্রায় 24,500 টাকা। Moto G7 Power ফোনের দাম 210 ইউরো (আনুমানিক 17,000 টাকা) আর এর সঙ্গে Moto G7 Play ফোনের দাম 150 ইউরো মানে প্রায় 12,000 টাকা। আর এই ইভেন্টের শুরুতে মোটোরোলার গ্লোবাল প্রেসিডেন্ট Sergio Buniac বলেছেন যে কোম্পানি প্রোডাক্টে নতুন নতুন ইনোভেনশান নিয়ে আসবে। আর তিনি এও বলেন যে লেনোভোর ব্র্যান্ড মোটোরোলা গত বছরের শেষ দুটি কোয়াটারে তাদের সেরা পার্ফর্মেন্স দিয়েছে।

Moto G7 ফোনটির স্পেসিফিকেশান

Moto G7 ফোনটিতে 6.24 ইঞ্চির ফুল HD+ ম্যাক্স ভিশান ডিসপ্লে ওয়াটার ড্রপ নচের সঙ্গে দেওয়া হয়েছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:9 আর এই ফোনের রেজিলিউশান 1080×2270 পিক্সাল। আর এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 632SoC যুক্ত আর এই ফোনের ক্লকড 1.8GHz। আর এই ফোনটি শুধু মাত্র 4GB র‍্যাম ভেরিয়েন্ট আর 64GB স্টোরেজে পাওয়া যাবে। আর এই ফোনের স্টোরেজ 128GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এই ফোনে 3,000mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটি 15W টার্বো পাওয়ার চার্জিং যুক্ত। আর ক্যামেরার ক্ষেত্রে এই Moto G7 ফোনে আপনারা ডুয়াল ক্যামেরাতে 12MP+5MP র সেন্সার পাবেন। আর ফোনের ফ্রন্টে আপনারা একটি 8MP র ক্যামেরা পাবেন।

Moto G7 Plus ফোনটির স্পেসিফিকেশান

Moto G7 Plus ফোনটিতে একই 6.24 ইঞ্চির ফুল HD+ ম্যাক্স ভিশান ডিসপ্লে আছে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 SoC আছে আর এর র‍্যাম 4GBর। আর এই ফোনে 64GB স্টোরেজ যুক্ত যে স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB স্টোরজ পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 16MP+5MP র ক্যামেরা আর ফ্রন্টে একটি 12MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হচ্ছে। আর এই ফোনে আপনারা 3,000mAh য়ের ব্যাটারি পাবেন।

Moto G7 Power য়ের স্পেসিফিকেশান

Moto G7 Power ফোনে আপনারা Moto G7 আর Moto G7 Plus ফোনের মতন একই ডিসপ্লে সাইজ পাবেন। আর এই ফোনের 6.2 ইঞ্চির ডিসপ্লের রেজিলিউশান 720×1520 পিক্সাল। আর এই ফোনটিতে আপনারা একটি বড় 5,000mAH য়ের ব্যাটারি পাবেন। আর  কোম্পানি দাবি করেছে যে এই ফোনটি 55 ঘন্টা পর্যন্ত চলতে পারবে। আর এই ফোনে অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 632 চিপসেট দেওয়া হয়েছে। আর এই ফোনের লোকাল স্টোরেজ 32GB আর ফোনের র‍্যাম 3GB। আর এই ফোনে আপনারা 12MP র ব্যাক ক্যামেরার সঙ্গে একটি 8MP র ফ্রন্টয় ক্যামেরা পাবেন।

Moto G7 Play ফোনের স্পেস্ফিকেশান

Moto G7 Play ফোনে আপনারা 5.7 ইঞ্চির ম্যাক্স ভিশান HD+ ডিসপ্লে 720×1512 পিক্সাল রেজিলিউশানের সঙ্গে পাবেন। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 632 আছে। আর এই ফোনের আপনারা 2GB র‍্যামের সঙ্গে 32GB স্টোরেজ পাবেন আর এই স্টোরেজকে 128GB পর্যন্ত এক্সেপন্ড করা যাবে। আর এই ফোনে আপনারা একটি 3,000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনটিতে 13MP র রেয়ার আর 8MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন।

Connect On :