Motorola লঞ্চ করল 7000 টাকার কম দামে 50MP ক্যামেরা এবং 5200mAh ব্যাটারি সহ স্মার্টফোন
Motorola ভারতে আজ তার একটি নতুন বাজেট স্মার্টফোন Moto G05 লঞ্চ করেছে। মোটো জি05 ফোনটি কোম্পানির Moto G04 সাক্সেসার হিসেবে আনা হয়েছে। মোটো জি05 ফোনে পঞ্চহোল ডিসপ্লে এবং ভিগন লেদার ডিজাইন সহ আসে। মোটো জি05 ফোনটি ভারতে 7000 টাকার কম দামে লঞ্চ করা হয়েছে। আসুন মোটো জি05 ফোনের সমস্ত ফিচার, দাম এবং বিক্রি সম্পর্কে জেনে নেওয়া যাক।
Motorola Moto G05 ফোনের ভারতীয় দাম কত
ভারতে মোটো জি05 ফোনটি ভারতে সিঙ্গেল ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে। মোটো জি05 ফোনের দাম 6999 টাকা। এই দামে ফোনের 4GB RAM+64GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট কেনা যাবে।
The all-new #MotoG05 🔥The official Best Entry Level Phone.
— Motorola India (@motorolaindia) January 7, 2025
With segment’s brightest 6.67” 1000nits punch-hole Display with Gorilla® Glass 3 protection, it’s all about the flawless view.
Sale starts 13 Jan at ₹6,999 @Flipkart | https://t.co/azcEfy2uaW | leading stores#MastHai
বিক্রির কথা বললে, মোটো জি05 ফোনটি 13 জানুয়ারি দুপুর 12 টা থেকে Flipkart সাইট থেকে বিক্রি করা হবে।
মোটো জি05 ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী
ডিসপ্লে: মোটো জি05 ফোনটি 90Hz রিফ্রেশ রেট, 1000 নিটস ব্রাইটনেস সহ 6.67-ইঞ্চি HD+ ডিসপ্লে অফার করে।
প্রসেসর: পারফরম্যান্সের ক্ষেত্রে মোটো জি05 ফোনটি মিডিয়াটেক হেলিও G81 এক্সট্রিম চিপসেটে কাজ করবে। ফোনে 4জিবি RAM এবং 8GB ভার্চুয়াল RAM অফার করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে মোটো জি05 ফোনটি 50MP প্রাইমারি ক্যামেরা সহ আসে। এটি পোট্রেট মোড এবং অটো নাইট ভিসন মতো ফিচার সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে মোটো জি05 ফোনে 5200mAh এর বড় ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। মোটোরোলা কোম্পানির দাবি যে ফোনটি একবার চার্জে 2 দিন পর্যন্ত চলবে।
অপারেটিং সিস্টাম: মোটো জি05 ফোনটি Android 15 ওএস এ কাজ করবে।
আরও পড়ুন: Redmi 14C 5G vs Realme Narzo 70x 5G: 12 হাজার টাকায় কোন স্মার্টফোন হবে সেরা অপশন, জানুন সমস্ত ডিটেল
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile