Moto C আর Moto C Plus লঞ্চ হল
Moto C দুটি ভেরিয়েন্টে আনা হয়েছে, 3G আর 4G
মোটোরোলা বাজারে তাদের নতুন এন্ট্রি লেভেল স্মার্টফোন Moto C আর Moto C Plus লঞ্চ করে দিয়েছে. Moto C 3G ভেরিয়েন্টে 1GB র্যাম আছে এর এর দাম EUR 89, সেখানে Moto C 4G ভেরিয়েন্টের দাম EUR 99 রাখা হয়েছে. Moto C Plus এর দাম EUR 119. এই স্মার্টফোনটি ল্যাটিন আমেরিকা, ইউরোপ আর এশিয়া প্যাসিফিকের বাজরে পাওয়া যাবে.
এই দুটি স্মার্টফোনের স্পেকসের মধ্যে সবথেকে বর ব্যাপার এর ব্যাটারি ব্যাকআপ, তবে এদের দাম বেশ কম করা হয়েছে. এই স্মার্টফোনটি ভারতে কবে লঞ্চ করা হবে এখনও অব্দি সে বিষয়ে কোন খবর দেওয়া হয়নি. তবে আসা করা হচ্ছে যে এই স্মার্টফোনটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হবে.
এবার এই স্মার্টফোন দুটির ফিচার্স কেমনতা দেখে নেওয়া যাক. Moto C Plus এ 5 ইঞ্চির HD ডিসপ্লে আছে আর এটি কোয়াড কোর মিডিয়াটেক MT6737 প্রসেসার যুক্ত. এটি মালী-T720 GPU যুক্ত. এর ইন্টারনাল স্টোরেজ 16GB, স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 32GB অব্দি বাড়ানো যেতে পারে.
এর ক্যামেরা সেটআপ কেমন তা দেখা যাক, এতে 8MP’র রেয়ার ক্যামেরা আছে, র্যার ক্যামেরার সঙ্গে LED ফ্ল্যাশও দেওয়া হয়েছে. এর সঙ্গে এতে 2MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরাও আছে. এটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে. এর ব্যাটারি 4000mAh. এটি একটি 4G VoLET ফিচার যুক্ত স্মার্টফোন. এর থিকনেস 10mm আর এর ওজন 162 গ্রাম.
Moto C তে 5 ইঞ্চির FWVGA ডিসপ্লে দেওয়া হয়েছে, এই ডিসপ্লের রেজিলিউশন 854×480 পিক্সাল. এটি কোয়াড কোর মিডিয়াটেক MT6580 প্রসেসার যুক্ত. এর সঙ্গে এতে 1GB‘র র্যামও দেওয়া হয়েছে. এটি 8GB/16GB ‘র ইন্টারনাল স্টোরেজ অপশনের সঙ্গে পাওয়া যায়. এই ফোনটির দুটি ভেরিয়েন্ট আছে, একটি 3G ও অন্যটি 4G.
এবার এইফোনটির ক্যামেরা সেটআপটি দেখে নেওয়া যাক, এতে 5MP’র রেয়ার ক্যামেরা আর 2MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা আচে. এটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে. এতে 2350mAh এর বায়াত্রী যুক্ত. এতে মাইক্রো USB পোর্ট আছে. এর থিকনেস 9mm আর এর ওজন 154 গ্রাম.