এই নামে মোটোরোলার ফোল্ডেবেল ফোন আসতে পারে

এই নামে মোটোরোলার ফোল্ডেবেল ফোন আসতে পারে
HIGHLIGHTS

সামনের বছর মোটোরোলা ফোন আসবে

নতুন রেজার কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 670 বা 710 র সঙ্গে আসতে পারে

যখন 2019 সালে ফোল্ডেবেল ফোন নিয়ে চারদিকে আলোচনা হচ্ছে আর স্যামসাং আর হুয়াওয়ে আর অন্যান্য ফোন এই ফোন আনতে চলেছে। আর সম্প্রতি একটি CENT রিপোর্ট থেকে জানা গেছে যে মোটোরোলা তাদের নতুন ফোল্ডেবেল ফোন রেজার নামে এই নামে আনতে পারে।

মোটোরোলার এই ফোনটি একটি ফোল্ডেবেল ফোনের ওপরে কাজ করছে। আর এর জন্য কোম্পানি 2017 সালে একটি পেটেন্ট ফাইল করেছিল। আর পেটেন্টে জানা গেছিল যে এই ফোনটি ফোল্ডেবেল ফোনের ডিজাইন রেজার ফোন হিসাবে আসতে পারে। যা স্যামসাং আর হুয়াওয়ের মতন হবে।

CENT রিপোর্ট অনুসারে মোটোরোলার এই বছরের ফোল্ডেবেল ফোন বিক্রি করে সামনের বছর এই ফোন আনেব। আর এর আগেও জানা গেছে যে মোটোরোলা ফোল্ডেবেল ফোন রেজার আনতে পারে।

XDA র একটি রিপোর্ট অনুসারে রেজার কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 670 বা 710 র সঙ্গে আসবে। আর এই ফোনে 4GB/64Gb আর 6.2 ইঞ্চির OLED ডিসপ্লে থাকতে পারে। আর এমনটাই আমরা স্যামসাং গ্যালাক্সি ফোল্ডে দেখেছি আর হুয়াওটে মেটা X ফিএই তাদের ফোল্ডেবেল ফোন লঞ্চ করার ডেট এখনও জানায়নি।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo