মোটোরোলা কোম্পানি তার লেটেস্ট Motorola Edge 60 Stylus ভারতে লঞ্চ করে দিয়েছে। কোম্পানির দাবি যে এই সেগামেন্টের এটি প্রথম ফোন যা স্টাইলস সাপোর্ট করে। এতে AI স্কেচ-টু-ইমেজ ফিচার সাপোর্ট পাওয়া যাবে। এই ফিচার দিয়ে ইউজাররা ফোনের ডিসপ্লেতে স্টাইলাস দিয়ে স্কেচ তৈরি করে ছবিতে তৈরি করতে পারে। আসুন জেনে নেওয়া Motorola Edge 60 Stylus ফোনে ভারতে দাম কত এবং ফিচার কী।
মটোরোলা এজ 60 স্টাইলস ফোনটি একটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। ভারতে মোটোরোলা এজ 60 স্টাইলস 22,999 টাকায় কেনা যাবে। মোটো ফোনটি দুটি কালার অপশন PANTONE Surf the Web এবং PANTONE Gibraltar Sea তে পাওয়া যাবে। নতুন মোটোরোলা ফোনের বিক্রি Flipkart সাইট থেকে 23 এপ্রিল বিক্রি করা হবে।
আরও পড়ুন: 4000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে সদ্য লঞ্চ হওয়া Samsung 5G ফোন, জানুন কোথায় পাবেন ডিসকাউন্ট
গ্রাহকরা Axis Bank এবং IDFC First Bank ক্রেডিট কার্ড পেমেন্টে 1000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে।
লেটেস্ট মটোরোলা এজ 60 স্টাইলস ফোনে 6.7-ইঞ্চির FHD+ pOLED ডিসপ্লে দেওয়া যা 120Hz রিফ্রেশ রেট সহ আসে। এতে 2172 x 1200 পিক্সেল রেজোলিউশন রয়েছে যা HDR10 সাপোর্ট করে।
প্রসেসর হিসেবে Qualcomm Snapdragon 7s Gen 2 চিপসেট দেওয়া হয়েছে মোটো এজ 60 স্টাইলস ফোনে। পারফরম্যান্সের জন্য 8GB LPDDR4x RAM এবং 256GB UFS 2.2 স্টোরেজ পেয়ার করা।
ফটোগ্রাফির জন্য মোটোরোলা এজ 60 স্টাইলস ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। এতে 50MP প্রাইমারি ক্যামেরা OIS সাপোর্ট সহ 13MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স পেয়ার করা। ফ্রন্টে 32MP হাই-রেজ সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে মটোরোলা এজ 60 স্টাইলস ফোনে 5000mAh এর ব্যাটারি সহ 68W ফাস্ট ওয়্যারড চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেওয়া।