Motorola Edge 50 Ultra: কাঠের টেক্সচার এবং 50+50+64MP ক্যামেরা সহ নতুন মোটোরোলা ফোন
ভারতে শীঘ্রই Motorola Edge 50 Ultra লঞ্চ হতে চলেছে
প্রসেসর হিসেবে কোয়ালকম এর Snapdragon 8s Gen 3 দেওয়া হয়েছে
পোস্ট করা ছবিতে স্মার্টফোনের পিছনের প্যানেল দেখা যাচ্ছে
Motorola Edge 50 Ultra এই বছর এপ্রিল মাসে Edge 50 Fusion এর সাথে গ্লোবাল বাজারে লঞ্চ কর হয়েছিল। কোম্পানি এজ ৫০ ফিউশন ভারতীয় বাজারে নিয়ে এসেছিল। এখন কোম্পানি ভারতে শীঘ্রই এজ ৫০ আল্ট্রা লঞ্চ করতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক আকপামিং মোটোরোলা ফোনটি কী কী ফিচার সহ আসবে।
টিজার শেয়ার করল Motorola
দেশে মোটোরোলা কোম্পানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার) এ একটি স্মার্টফোনের টিজার শেয়ার করেছে। পোস্টের সাথে ‘শীঘ্রই আসছে’ এর ট্যাগ লেখা। পোস্ট করা ছবিতে স্মার্টফোনের পিছনের প্যানেল দেখা যাচ্ছে। ফোনের পিছনের প্যানেল কাঠের টেকসচার্ড রিয়ার প্যানেল দেখা গেছে ছবিতে।
Set yourself up to reconnect with the world around you and experience the proximity of nature. pic.twitter.com/6NN8crjFO2
— Motorola India (@motorolaindia) June 7, 2024
Motorola Edge 50 Ultra ফোনে স্পেসিফিকেশন কী রয়েছে
মটোরোলা এজ ৫০ আল্ট্রা ফোনে 6.7-ইঞ্চি ফুল HD+ pOLED স্ক্রিন রয়েছে। এটি 144Hz রিফ্রেশ রেট সহ আসে।
স্মার্টফোনে প্রসেসর হিসেবে কোয়ালকম এর Snapdragon 8s Gen 3 দেওয়া হয়েছে। এটি 16GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ রয়েছে।
এই স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স সহ 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এছাড়া 3X অপটিকাল জুম সহ 64 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
পাওয়ার দিতে স্মার্টফোনে 4500mAh এর ব্যাটারি রয়েছে। এটি 125W ওয়্যারড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile