50MP সেলফি ক্যামেরা সহ 18 জুন ভারতে আসছে Motorola Edge 50 Ultra, থাকবে AI সিনেমেটিক ডিসপ্লে সহ আর কী স্পেক্স

Updated on 10-Jun-2024
HIGHLIGHTS

Motorola কোম্পানি আপকামিং ফোনের টিজার প্রকাশ করার সাথেই, Motorola Edge 50 Ultra ফোনের ঘোষনা করে দিয়েছে

আপকামিং মোটোরোলা এজ ৫০ আল্ট্রা ফোনটি ভারতে 18 জুন লঞ্চ হবে

ডিভাইসে AI-ম্যাজিক ক্যানভাস, AI-পাওয়ার প্রো-গ্রেড ক্যামেরা (100x জুম সহ) এবং স্মার্ট কনেক্ট মতো ফিচার থাকবে

Motorola কোম্পানি আপকামিং ফোনের টিজার প্রকাশ করার সাথেই, তার নতুন Motorola Edge 50 Ultra এর ঘোষনা করে দিয়েছে। কোম্পানির লেটেস্ট টপ-এন্ড স্মার্টফোন Edge 50 Series এর আওতায় আনা হবে। আপকামিং মোটোরোলা এজ ৫০ আল্ট্রা ফোনটি ভারতে 18 জুন লঞ্চ হবে। ফোনের বিক্রি Flipkart সহ অফিসায়ল সাইট থেকে হবে।

কোম্পানি তার পোস্টে আপকামিং ফোনের কিছু ফিচার টিজ করেছে। মোটো এজ ৫০ আল্ট্রা ফোনটি রিয়াল কাঠের ফিনিশ ডিজাইন সহ আসবে। ডিভাইসে AI-ম্যাজিক ক্যানভাস, AI-পাওয়ার প্রো-গ্রেড ক্যামেরা (100x জুম সহ) এবং স্মার্ট কনেক্ট মতো ফিচার থাকবে।

আরও পড়ুন: Nothing CMF Phone 1 ফোনের দাম, স্পেসিফিকেশন এবং ছবি লঞ্চের আগেই ফাঁস

Motorola Edge 50 Ultra ফোনে কী থাকবে

মোটোরোলা নিশ্চিত করেছে যে নতুন ফোনটি 12GB পর্যন্ত RAM সহ 512GB স্টোরেজ সাপোর্ট করবে। অন্যান্য স্পেসিফিকেশনের সাথে ফোনের কালার অপশনও প্রকাশ করা হয়েছে। এটি Nordic Wood কালার অপশনের সাথে রিয়াল কাঠের ডিজাইন থাকবে। এর সাথে ফরেস্ট গ্রে কালার অপশনটি ভেগান লেদার ডিজাইন এবং প্যানটোন কালার ফজ অপশনে কেনা যাবে।

Edge 50 Ultra স্মার্টফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী থাকবে

আল্ট্রা মডেলে 6.7-ইঞ্চির বড় OLED ডিসপ্লে থাকবে। এটি 144Hz রিফ্রেশ রেট, HDR 10+, 2500 নিট পিক ব্রাইটনেস সহ আসবে।

এটি 144Hz রিফ্রেশ রেট, HDR 10+, 2500 নিট পিক ব্রাইটনেস সহ আসবে

পারফরম্যান্সের জন্য অক্টা-কোর Snapdragon 8s Gen 3 প্রসেসরে কাজ করতে পারে। এটি 12GB LPDDR5X পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা হবে।

ফটোগ্রাফির জন্য ফোনে 50MP মেইন ক্যামেরা, 50MP 122 আল্ট্রাওয়াইড অটোফোকস ক্যামেরা, 64MP 3x পোট্রেট টেলিফটো ক্যামেরা দেওয়া যেতে পারে। এতে 50MP অটোফোকস ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

পাওয়ার দিতে ফোনে 4500mAh ব্যাটারি, 125W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং ফিচার থাকবে। এটি 50W ওয়্যারলেস চার্জিং এবং 5W রিভার্স চার্জিং থাকতে পারে।

আরও পড়ুন: Xiaomi 14 Civi Price: 12 জুন লঞ্চের আগেই আপকামিং শাওমি ১৪ সিভি ফোনের দাম হল প্রকাশ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :