Motorola কোম্পানি চলতি বছরে এপ্রিল মাসে তার Edge Series এর পাওয়ারফুল স্মার্টফোন Motorola Edge 50 Pro ভারতে লঞ্চ করেছিল। এখন মোটোরোলা এজ 50 প্রো 5জি ফোনটি 4000 টাকা সস্তা করে দেওয়া হয়েছে। ফিচার হিসেবে এই ফোনে 50MP সেলফি ক্যামেরা, 5500mAh ব্যাটারি এবং 125W TurboPower চার্জিং সাপোর্ট দেওয়া।
মোটোরোলা এজ 50 প্রো ফোনের দাম 4000 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। এই প্রাইস কট এর পর ফোনটি 27,999 টাকার শুরু দামে কেনা যাবে। বলে দি যে এই দামটি ফোনের 8GB RAM মডেলের রাখা হয়েছে। পাশাপাশি, 12GB RAM মডেলের দাম 31,999 টাকা হয় গেছে।
আরও পড়ুন: 5000 টাকা সস্তায় কিনুন লেটেস্ট OnePlus 5G ফোন, 100W SuperVOOC চার্জিং এবং 50MP ক্যামেরা রয়েছে
নতুন দামের সাথে মোটোরোলা এজ 50 প্রো ফোনটি কোম্পানির ওয়েবসাইট এবং Flipkart থেকে কেনা যাবে। এটি তিনটি কালার Black Beauty, Luxe Lavender এবং Moonlight Pearl অপশনে আনা হয়েছে।
ডিসপ্লে: মোটোরোলা এজ 50 প্রো ফোনে 6.7-ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। এটি 2712 x 1220 পিক্সেল রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট এবং 2000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: পারফরম্যান্সের ক্ষেত্রে মোটোরোলা এজ 50 প্রো 5জি ফোনটি কোয়ালকম Snapdragon 7 Gen 3 অক্টাকোর প্রসেসরে কাজ করে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপর রিয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া। এতে OIS সহ 50MP মেইন সেন্সর, 10MP টেলিফটো লেন্স এবং 13MP আল্ট্রা-ওয়াইড লেন্স পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনটি 50MP ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
ব্যাটারি: পাওয়ার দিতে এজ 50 প্রো 5জি ফোনটি 4500mAh ব্যাটারি সাপোর্ট করে। ফোনটি চার্জ করতে এতে 125W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া। এর সাথে 50W টার্বো পাওয়ার ওয়্যারলেস চার্জিং ফিচার পাওয়া যাবে।
আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ আসছে Xiaomi 15 Ultra, লঞ্চের আগেই সমস্ত ফিচার ফাঁস, জানুন কবে আসবে বাজারে