Motorola Edge 50 Pro 5G: 12GB RAM এবং 125W ফাস্ট চার্জিং সহ নতুন মোটোরোলা ফোন ভারতে লঞ্চ, জানুন দাম কত
Motorola ভারতের বাজারে তার প্রিমিয়াম স্মার্টফোন Motorola Edge 50 Pro লঞ্চ করেছে
স্মার্টফোনের প্রথম সেল 9 এপ্রিল ই-কমার্স সাইট Flipkart থেকে শুরু হবে
মটোরোলা এজ 50 প্রো ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 125W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ Snapdragon 7 Gen 3 প্রসেসর দেওয়া
Motorola ভারতের বাজারে তার প্রিমিয়াম স্মার্টফোন Motorola Edge 50 Pro 5G লঞ্চ করেছে। লেটেস্ট ফোনটি লেদার ব্যাক প্যানেল, জল এবং ধুল থেকে বাঁচাতে IP68 রেটিং দেওয়া হয়েছে। মটোরোলা এজ 50 প্রো ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 125W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ Snapdragon 7 Gen 3 প্রসেসর দেওয়া।
এখানে আমরা Motorola Edge 50 Pro ফোনের ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত বলবো। আসুন দেরি না করে নতুন স্মার্টফোনের বিষয় জেনে নেওয়া যাক।
Motorola Edge 50 Pro 5G এর দাম, অফার এবং বিক্রি
মোটোরোলা কোম্পানি তার নতুন স্মার্টফোন দুটি স্টোরেজ অপশনে নিয়ে এসেছে। এতে 8GB RAM+256GB স্টোরেজ এবং 12GB+256GB স্টোরেজ রয়েছে।
Unleash your inner artist with #MotorolaEdge50Pro! AI-Powered Camera, Pantone display turn moments into art. Special launch offer: ₹2000 off, net price from ₹27,999/-.
— Motorola India (@motorolaindia) April 3, 2024
Sale starts 9th April @Flipkart, https://t.co/azcEfy1Wlo, & all leading retail stores.#IntelligenceMeetsArt
ডিভাইসের 8GB RAM মডেলটি 31,999 টাকায় এবং টপ মডেল 12GB RAM এর দাম 35,999 টাকা রাখা হয়েছে।
লঞ্চ অফারের আওতায়, কোম্পানি HDFC ব্যাঙ্কের কার্ড পেমেন্টে 2250 টাকার ইনস্ট্যান্ট ছাড় এবং 2000 টাকার এক্সচেঞ্জ বোনস দিচ্ছে। অফারের পরে, ফোনের বেস মডেলের দাম পড়বে 29,999 টাকা এবং টপ মডেলের দাম 33,999 টাকা।
স্মার্টফোনের প্রথম সেল 9 এপ্রিল ই-কমার্স সাইট Flipkart থেকে শুরু হবে। ফোনটি ব্ল্যাক বিউটি, লাক্স ল্যাভেন্ডার এবং মুনলাইট পার্ল কালার অপশনে পাওয়া যাচ্ছে।
Edge 50 Pro স্পেসিফিকেশন কী
লেটেস্ট মটোরোলা এজ 50 প্রো হল একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যা দুর্দান্ত ফিচার অফার করে।
ডিসপ্লে: এজ ৫০ প্রো ফোনে 6.7-ইঞ্চি poOLED কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 144Hz রিফ্রেশ রেটে কাজ করে। ফোনে HDR10+ এবং 2000 নিট পিক ব্রাইটনেস দেওয়া।
প্রসেসর: ফোনে প্রসেসিংয়ের জন্য Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেট দেওয়া হয়েছে।
RAM এবং স্টোরেজ : স্মার্টফোনটি 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ অফার করে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া। এতে 3X অপটিক্যাল জুম সহ 10 মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার দিতে 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 125 টার্বোপাওয়ার চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: Realme 12 Pro+ 5G: রিয়েলমির নতুন স্মার্টফোন 4000 টাকা সস্তায় কেনার সুযোগ, জানুন কোথায় পাবেন এই অফার
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile