Motorola Edge 50 Pro 5G ফোনের প্রথম সেল শুরু, AI ফিচার সহ শক্তিশালী স্মার্টফোনে মিলবে দুর্দান্ত ছাড়

Updated on 09-Apr-2024
HIGHLIGHTS

Motorola Edge 50 Pro 5G ফোনটি আজ (9 April) সেলে বিক্রি করা হচ্ছে

মোটোরোলা এজ ৫০ প্রো স্মার্টফোনটি মিড-রেঞ্জ দামে AI ফিচার সহ আসে

এজ ৫০ প্রো ফোনের বেস মডেলটি 31,999 টাকায় কেনা যাবে

Motorola Edge 50 Pro 5G সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি আজ (9 April) সেলে বিক্রি করা হচ্ছে। মোটোরোলা এজ ৫০ প্রো স্মার্টফোনটি মিড-রেঞ্জ দামে AI ফিচার সহ আসে। ফোনের প্রথম সেলে কোম্পানি একগুচ্ছ অফার দিচ্ছে।

মটোরোলার এই ফোনটি আনা হয়েছে 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ। আসুন জেনে নেওয়া যাক মোটোরোলা এজ ৫০ প্রো ফোনের দাম এবং অফার কী।

আরও পড়ুন: iQOO Special Sale: 25,000 টাকা পর্যন্ত ছাড়ে কিনুন পাওয়ারফুল গেমিং আইকিউ স্মার্টফোন, দেখে নিন লিস্ট

Motorola Edge 50 Pro 5G ফোনের দাম কত

এজ ৫০ প্রো ফোনটি দুটি স্টোরেজ অপশনে কেনা যাবে- 8GB/12GB RAM সহ 256GB স্টোরেজ। ফোনের বেস মডেলটি 31,999 টাকায় কেনা যাবে। পাশাপাশি, ফোনের 12GB RAM মডেলটি 35,999 টাকায় কেনা যাবে।

অফার হিসেবে, ফোনে কোম্পানি 2000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে। ছাড়ের পর ফোনের দাম 27,999 টাকা থেকে শুরু হবে।

স্মার্টফোনটি তিনটি কালার অপশনে আনা হয়েছে – Black Beauty, Lux Lavender এবং Moonlight Pearl। ফোনটি Flipkart সাইট থেকে কেনা যাবে।

Moto Edge 50 Pro 5G স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লে: নতুন মোটো ফোনে 6.7-ইঞ্চির 1.5K কার্ভড ডিসপ্লে পাওয়া যায়। এটি 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর: মিড বাজেটের এই মোটো ফোনে Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর পাওয়া যাবে।

এতে OIS সহ 50MP মেইন সেন্সর রয়েছে

RAM এবং স্টোরেজ: এটি 8GB/12GB RAM এবং 25GB স্টোরেজের সাথে পেয়ার করা হয়েছে।

এই ফোনের পিছনে ভিগন লেদার সহ মেটল ফ্রেম দেওয়া।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনে ট্রিপল রিয়ার সেন্সর সেটআপ দেওয়া। এতে OIS সহ 50MP মেইন সেন্সর রয়েছে। এছাড়া 3x জুম সহ 10MP টেলিফটো সেন্সর পাওয়া যাবে। সাথে থাকছে 13MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য মোটোরোলার এই স্মার্টফোনে 50MP ফ্রন্ট সেন্সর দেওয়া।

ব্যাটারি: পাওয়ার দিতে মোটো ফোনে 45000mAh ব্যাটারি সাপোর্ট রয়েছে। এটি 125W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে 8GB মডেলে 68W ফাস্ট চার্জিং ফিচার পাওয়া যাবে।

আরও পড়ুন: Vivo T3x 5G India Price: লঞ্চের আগে চিপসেট, ব্যাটারি এবং ডিজাইন ফাঁস, 15000 টাকার কম হবে দাম

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :