Motorola Edge 50 Fusion স্মার্টফোনটি ভারেত 16 মে দুপুর 12 টায় লঞ্চ করা হবে
এজ ৫০ ফিউশন স্মার্টফোনের বিক্রি Flipkart থেকে করা হবে
প্রসেসর হিসেবে আপকামিং ফোনে Snapdragon 7s Gen 2 চিপসেটে দেওয়া হবে
Motorola তার Edge 50 Series এর একটি নতুন ফোন লঞ্চ করতে প্রস্তুত। এই লাইন আপের নতুন ফোন Motorola Edge 50 Fusion হতে চলেছে। এবার মোটোরোলা কোম্পানি এই ফোনের ভারতীয় লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। বলে দি যে ভারতে চলতি মাসে আনা হবে এই ফোন।
মোটোরোলা এজ ৫০ ফিউশন-এ তিনটি ফোন রয়েছে- Motorola Edge 50 Pro, Edge 50 Ultra এবং Edge 50 Fusion । তবে এই তিনটি ফোনের মধ্যে মোটোরোলা ভারতে শুধু এজ ৫০ প্রো লঞ্চ করেছে।
এজ ৫০ ফিউশন স্মার্টফোনটি ভারেত 16 মে দুপুর 12 টায় লঞ্চ করা হবে। অনলাইন শপিং সাইট Flipkart-এ এই পেজ লাইভ করা হয়েছে। যার মানে ফোনের বিক্রি ফ্লিপকার্ট থেকে করা হবে। কোম্পানি তার X হ্যান্ডেল আপকামিং ফোনের টিজার প্রকাশ করেছে। এখানে মটোরোলা এজ ৫০ ফিউশন এর ছবির পাশাপাশি অনেক ফিচারের তথ্যও দেওয়া হয়েছে।
Edge 50 Fusion ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী
ফ্লিপকার্টে দেওয়া তথ্য অনুযায়ী, এজ ৫০ ফিউশন স্মার্টফোনে 6.7 ইঞ্চি কার্ভড পোলড ডিসপ্লে থাকবে। এটি 144Hz রিফ্রেশ রেটে কাজ করবে।
প্রসেসর হিসেবে আপকামিং ফোনে Snapdragon 7s Gen 2 চিপসেটে দেওয়া হবে।
ভারতীয় বাজারে লঞ্চ হওয়া মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। এটি 50MP Sony LYTIA 700C প্রাইমারি সেন্সর এবং 13MP আল্ট্রা-ওয়াইড শুটার সাপোর্ট করবে। ফ্রন্টে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 32MP সেন্সর দেওয়া হবে।
পাওয়ার দিতে ফোনে 5000mAh এর ব্যাটারি থাকবে, যা 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ভারতে Forest Blue, Hot Pink এবং Marshmallow Blue কালার অপশনে আনা হবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.