Motorola Edge 50 Fusion Sale: 32MP সেলফি ক্যামেরা এবং ওয়াটারপ্রুফ নতুন মোটোরোলা ফোনের আজ প্রথম সেল, দাম কত জানুন

Motorola Edge 50 Fusion Sale: 32MP সেলফি ক্যামেরা এবং ওয়াটারপ্রুফ নতুন মোটোরোলা ফোনের আজ প্রথম সেল, দাম কত জানুন
HIGHLIGHTS

Motorola Edge 50 Fusion ফোনের ভারতে আজ 22 মে প্রথম সেল রাখা হয়েছে

মোটোরোলা এজ 50 ফিউশনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি 22,999 টাকায় কেনা যাবে

পারফরম্যান্সের জন্য ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7s Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে

Motorola Edge 50 Fusion ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে। প্রিমিয়াম ভেগান লেদার ডিজাইন সহ আসা এই ফোনের তিনটি কালার অপশন পাওয়া যাবে। আজ ২২ মে এই ফোনটি প্রথমবার বিক্রি করা হবে। লেটেস্ট মোটোরোলা ফোনটি অনলাইন সাইট Flipkart থেকে বিক্রি হবে। ফোনটি কেনার আগে আসুন জেনে নেওয়া যাক প্রথম সেলে কী অফার পাওয়া যাবে।

Motorola Edge 50 Fusion এর প্রথম সেলে পাওয়া যাবে এই অফার

মোটোরোলা এজ 50 ফিউশনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি 22,999 টাকায় কেনা যাবে। এছাড়া ফোনের 12GB+256GB মডেলটি 24,999 টাকায় বিক্রি হবে। ফোনটি আজ অর্থাৎ 22 মে Flipkart এবং Motorola অফিসিয়াল সাইট এবং অফলাইন স্টোর থেকে কেনা যাবে।

আরও পড়ুন: 64MP ক্যামেরা এবং 8GB RAM সহ Vivo Y200 Pro 5G ভারতে লঞ্চ, জানুন দাম এবং ফিচার কী

এজ ৫০ ফিউশন ফোনে প্রথম সেলে ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্টে 2000 টাকার এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে।

Motorola Edge 50 Fusionn sale via Flipkart
ফোনটি আজ অর্থাৎ 22 মে Flipkart এবং Motorola অফিসিয়াল সাইট এবং অফলাইন স্টোর থেকে কেনা যাবে

Edge 50 Fusion ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে: স্মার্টফোনে 6.7-ইঞ্চি P-OLED ডিসপ্লে রয়েছে। এটি কর্নিং গরিল্লা গ্লাস দিয়ে সুরক্ষিত করা। ফোনটি 144Hz রিফ্রেশ রেট এবং 1600 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: পারফরম্যান্সের জন্য ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7s Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। এটি Adreno 710 GPU এর সাথে পেয়ার করা।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনে OIS সহ 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া 13MP আল্ট্রাওয়াইড সেন্সর পেয়ার করা। ফ্রন্টে সেলফি তোলার জন্য 32MP সেন্সর রয়েছে।

ব্যাটারি এবং অপারেটিং সিস্টাম: ফোনে 5000mAh ব্যাটারি 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি Android 14 অপারেটিং সিস্টামে চলবে।

আরও পড়ুন: Reliance Jio এর নতুন প্ল্যান, 1 বছর পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি! 912 জিবি ডেটা, কলিং সহ থাকছে OTT সুবিধা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo