Motorola কোম্পানি ভারতে বাজারে তার নতুন স্মার্টফোন Moto Edge 40 লঞ্চ করতে চলেছে। কোম্পানির আপকামিং ডিভাইসটি Moto Edge 40 নামে লঞ্চ করা হবে, যা 23 মে ভারতে আসবে। ফোনটি ভারতের বাজারের আগেই গ্লোবাল মার্কেটে অফিসিয়াল করে দেওয়া হয়েছে।
ভারতে এন্ট্রি নেওয়ার আগেই Moto Edge 40 ফোনের দাম লিক লিক হয়ে গিয়েছে। বলে দি যে ফোনের স্পেসিফিকেশন গ্লোবাল মার্কেট থেকে আগেই সামনে এসে গেছে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং ফোনটি কত দামে বাজারে আসবে।
মোটোরোলা Edge 40 ফোনের ভারতীয় দাম Flipkart এর প্রমোশনাল ব্যানারের মাধ্যমে প্রকাশ হয়েছে। একজন টুইটার ইউজার তার টুইট এটি শেযার করেছেন। লিক হওয়া ব্যানার থেকে জানা গেছে যে ফোনটি 27,999 টাকায় আনা হবে, যা ছবিতে লেখা রয়েছে।
আরও পডুন: মাত্র 5,999 টাকায় লঞ্চ হল Redmi এর নতুন স্মার্টফোন, রয়েছে 5000mAh ব্যাটারি
আশা করা হচ্ছে যে ফোনের এই দাম সমস্ত অফার এবং ডিসকাউন্টের পর হতে পারে। তবে ফোনের আসল দামটি লঞ্চের সময় জানা যাবে।
ডিসপ্লের কথা বললে, Motorola Edge 40 ফোনে 6.55-ইঞ্চি FullHD+ ডিসপ্লে থাকবে, যা 144Hz রিফ্রেশ রেট এবং 360Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করবে। এই স্ক্রিন 1200 নিট ব্রাইটনেস এবং HDR10+ এর মতো ফিচার সাপোর্ট করবে।
মোটো এজ 40 ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 8020 প্রসেসর দেওয়া হবে।
Motorola Edge 40 ফোনে 8GB RAM সহ 256GB স্টোরেজ ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
https://twitter.com/motorolaindia/status/1659491587230138369?ref_src=twsrc%5Etfw
ফোনে আউট অফ দ্য় বক্স 68W টর্বোপাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে 4400mAh ব্যাটারি থাকবে।
আরও পডুন: Samsung ভারতে লঞ্চ করল সস্তা দামের 4K iSmart TV, রয়েছে প্রিমিয়াম ফিচার
ফটোগ্রাফির জন্য ফোনে ডুয়ার রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, ফোনে 50 মেগাপিক্সেল সহ 13 মেগাপিক্সেল ম্যাক্রো ভিশন আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। ফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য় থাকছে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার দিতে, Motorola Edge 40 ফোনে 4400mAh ব্যাটারি রয়েছে, যা 68W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসে। কোম্পানি দাবি করছে যে ফোনটি 10 মিনিটের চার্জে পুরো দিন চলবে।