HIGHLIGHTS
ভারতীয় বাজারে বাজেট প্রাইসে এই ফোনটি 144 রিফ্রেশ রেট সহ ডিসপ্লেস, 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং 12GB RAM এর মতো ফিচার রয়েছে Motorola Edge 40 Neo ফোনের দাম ভারতে 23,999 টাকা থেকে শুরু হচ্ছে প্রসেসর হিসেবে ফোনে MediaTek Dimensity 7030 চিপসেট রয়েছে। বলে দি যে এই চিপসেটে সাথে এটি প্রথম ফোন বাজারে এসেছে Motorola Edge 40 Neo ভারতীয় বাজারে লঞ্চ হয়ে গিয়েছে। ভারতীয় বাজারে বাজেট প্রাইসে এই ফোনটি 144 রিফ্রেশ রেট সহ ডিসপ্লেস, 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং 12GB RAM এর মতো ফিচার রয়েছে।
Motorola Edge 40 Neo ভারতে দাম কত এবং সেল ডেট Motorola Edge 40 Neo ফোনের দাম ভারতে 23,999 টাকা থেকে শুরু হচ্ছে। এই দামে আপনি ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ বেস মডেল কিনতে পারবেন।
https://twitter.com/motorolaindia/status/1704778098343064057?ref_src=twsrc%5Etfw
আরও পড়ুন: Jio Cheapest Plan: মাত্র 123 টাকায় পুরো মাসে আনলিমিটেড কলিং এবং ডেটা, জানুন কোন গ্রাহকরা পাবেন এই বাম্পার সুবিধা
এছাড়া, Motorola Edge 40 Neo ফোনের 12GB RAM এবং 256GB স্টোরেজ মডেলের দাম 25,999 টাকা রাখা হয়েছে।
অফার প্রাইসের আওতায় ফোনের বেস মডেলটি 20,999 টাকা এবং টপ মডেলটি 22,999 টাকার দামে বিক্রি করা হবে।
এছাড়া, অফারে 1000 টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ অফার এবং ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্টও পাওয়া যাবে।
ফোনের বিক্রি 28 সেপ্টেম্বর থেকে ই-কমার্স সাইট Flipkart, কোম্পানির অফিসিয়াল সাইট এবং রিটেল স্টোর থেকে বিক্রি করা হবে।
https://twitter.com/motorolaindia/status/1704868016146764115?ref_src=twsrc%5Etfw
আরও পড়ুন: দুর্ধর্ষ ডিজাইন সহ Samsung Galaxy S23 FE ফোনের কালার অপশন লিক, জানুন কী থাকবে বিশেষ। Tech News
কী স্পেসিফিকেশন পাওয়া যাবে Motorola Edge 40 Neo ফোনে ডিসপ্লের কথা বললে, Motorola Edge 40 Neo ফোনে থাকছে 6.55-ইঞ্চি pOLED ডিসপ্লে, যার সাথে 144Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। প্রসেসর হিসেবে ফোনে MediaTek Dimensity 7030 চিপসেট রয়েছে। বলে দি যে এই চিপসেটে সাথে এটি প্রথম ফোন বাজারে এসেছে। ফোনের RAM এবং স্টোরেজ হিসেবে দুটি ভ্যারিয়্যান্ট আনা হয়েছে- 8GB RAM + 128GB এবং 12GB RAM + 256GB। ফটোগ্রাফির জন্য Motorola Edge 40 Neo ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া, যা OIS সাপোর্ট করবে। এর সাথে থাকছে 13MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স সহ ম্যাক্রো ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া রয়েছে। ডিভাইসে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি অফার করা হয়েছে, যা 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি দাবি করেছে যে ফোনটি 15 মিনিটে 50 শতাংশ চার্জ হয়ে যায়। আরও পড়ুন: iPhone 15 Series: Apple এর ধামাকা অফার, ফোনে 60,000 টাকা পর্যন্ত বাম্পার ছাড়
Latest Article
Tecno Pop 9 with MediaTek Helio G50 chipset launched in India
মাত্র 6499 টাকায় লঞ্চ হল 5000mAh ব্যাটারির স্মার্টফোন, প্রথম সেল 26 নভেম্বর
Oneplus 12 5G get just half price discount on Amazon bank offer and exchange offer
অর্ধেক দাম OnePlus 12 5G কেনার সুযোগ, OnePlus 13 লঞ্চের আগে কমল দাম, জানুন কোথায় পাবেন এই অফার
airtel 929 Recharge plan offers 90 days validity and Unlimited call
Airtel এর প্রিপেইড প্ল্যানে 3 মাস পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি, আনলিমিটেড কলিং এবং ডেটা
vivo y300 5g launched in india
32MP সেলফি ক্যামেরা সহ Vivo লঞ্চ করল মিড-রেঞ্জ ফোন, ফাস্ট চার্জিং এবং স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে
Realme P1 Speed 5G price starting 14999 rs from 22 nov on Flipkart
প্রথমবার 3000 টাকা ছাড়ে বিক্রি হবে Realme P1 Speed 5G, জানুন কোথায় পাবেন এই অফার
BSNL Recharge Plan
Jio-Airtel কে কাঁদিয়ে দিল BSNL এর এই সস্তা প্ল্যান, সবচেয়ে কম দামে দিচ্ছে 2 মাসের ভ্যালিডিটি এবং 60 জিবি ডেটা
Redmi A4 5G VS Redmi 13 5G Price under 15000 specs who is best
Redmi A4 5G VS Redmi 13 5G: 15000 টাকার কম দামে রেডমির কোন ফোন সেরা? জানুন দাম এবং স্পেসিফিকেশন
Oppo Find X8 Series launched in India Dimensity 9400 chip and Hasselblad camera
Oppo Find X8 Series ভারতে লঞ্চ, 50MP ট্রিপল Hasselblad ক্যামেরা এবং মিডিয়াটেক প্রসেসর রয়েছে ফোনে
Jio 1899 rs prepaid plan offers 336 days validity Unlimited calls and data
Jio এর BSNL কে মোক্ষম জবাব, একবারে 336 দিনের ভ্যালিডিটি, লাগবে না আর কোনো রিচার্জ
108MP Camera with itel S24 5G smartphone buy under 9000 on Amazon
8499 টাকায় 108MP ক্যামেরা এবং 16GB RAM সহ 5G ফোন কেনার সুযোগ, সেলে ধামাকা অফার