Motorola Edge 40: মিডিয়াটেক ডাইমেনসিটি 8020 প্রসেসর সহ বিশ্বের প্রথম ফোন 23 মে আসবে ভারতে
Motorola ভারতে তার নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন Motorola Edge 40 ফোনের লঞ্চের ঘোষনা করে দিয়েছে
এটি বিশ্বের প্রথম ফোন যা মিডিয়াটেক ডাইমেনসিটি 8020 প্রসেসর দেওয়া হবে
Motorola Edge 40 ফোনটি চলতি মাসেই অর্থাৎ 23 মে ভারতীয় স্মার্টফোন বাজারে লঞ্চ করা হবে
Motorola ভারতে তার নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন Motorola Edge 40 ফোনের লঞ্চের ঘোষনা করে দিয়েছে। কোম্পানির এই ফোনটি চলতি মাসেই অর্থাৎ 23 মে ভারতীয় স্মার্টফোন বাজারে লঞ্চ করা হবে। বলে দি যে Motorola Edge 40 ফোনটি গত মাসে ইউরোপে লঞ্চ করা হয়েছে।
Motorola Edge 40 ফোনটি IP68 রেটিং সহ বিশ্বের সবচেয়ে পাতলা ফোন হিসাবে বাজারে আসবে। এর পাশপাশি, কোম্পানির অনুযায়ী, এটি বিশ্বের প্রথম ফোন যা মিডিয়াটেক ডাইমেনসিটি 8020 প্রসেসর দেওয়া হবে। এই ফোনে ডাস্ট রেসিস্টেন্স pOLED ডিসপ্লে পাওয়া যাবে। বলে দি যে Dimensity 8020 পসেসরটি Dimensity 1100 এর একটি রিব্র্যান্ডেড ভার্সন, যা 2021 সালের শুরুতে আনা হয়েছিল।
Motorola তার টুইটার থেকে একটি টুইট করে এই ফোনের লঞ্চের বিষয় নিশ্চিত করেছে। ফোনটি মিড-রেঞ্জ ক্য়াটাগরিতে আসতে পারে। বলা হচ্ছে যে এই স্মার্টফোনের দাম Motorola Edge 40 Pro ফোনের থেকে কম হতে পারে। কোম্পানি তার টুইটে দাবি করেছে যে আপকামিং স্মার্টফোনটি বিশ্বের দ্রুততম ডিভাইস হবে, যা বিশ্বের প্রথম MediaTek Dimensity 8020 প্রসেসর সহ আসবে এবং এতে কার্ভড ডিসপ্লে এবং দুর্দান্ত ক্যামেরা থাকবে।
#motorolaedge40: The World's Most Flamboyant Performer! World's Slimmest 5g phone with IP68 underwater protection, World's 1st MTK Dim 8020, 144Hz 3D curved display, 50MP camera, 68W charging & more! Launches May 23 on Flipkart, https://t.co/azcEfy2uaW at leading retail stores.
— Motorola India (@motorolaindia) May 14, 2023
কোম্পানি তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে Motorola Edge 40 ফোনের বিষয়ে জানিয়েছে। শেয়ার করা পোস্টার অনুযায়ী, ফোনটি 23 মে ভারতে আনা হবে এবং এটি Flipkart থেকে বিক্রি করা হবে।
Motorola Edge 40 এর দামের কথা বলেল, ফোনের গ্লোবাল প্রাইস ইউরো 599.99 (প্রায় 54,200 টাকা) রাখা হয়েছে। তবে ভারতের বাজারে ফোনটি 40,000 টাকার কম দামে লঞ্চ করা যেতে পারে।
What do you get when you combine style, performance and durability? You get the #motorolaedge40. Embrace yourselves and prepare to #FindYourEdge with the World’s Most Flamboyant Performer as it launches 23rd May on @flipkart, https://t.co/azcEfy1Wlo and at leading retail stores.
— Motorola India (@motorolaindia) May 15, 2023
Motorola Edge 40 ফোনে কী ফিচার পাওয়া যাবে
- Motorola Edge 40 ফোনে 6.55-ইঞ্চি FHD+ pOLED ডিসপ্লে পাওয়া যাবে, যা 144Hz রিফ্রেশ রেট, 2400 X 1080 পিক্সেল রেজোলিউশন, 360Hz টাচ স্যাম্পলিং রেট, HDR10+ এবং 1200nits পিক ব্রাইটনেস সহ আসবে।
- ফোনটি Mali-G77 MC9 GPU সহ MediaTek Dimension 8020 SoC প্রসেসরে কাজ করবে।
- ফোনে 8GB LPDDR4X RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ পাওয়া যাবে।
- হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে চলবে
- Motorola Edge 40 ফোনে 4,600mAh ব্যাটারি থাকবে যা 68W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্টও করবে।
- Motorola ফোনের রিয়ারে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যা 50MP প্রাইমারি ক্যামেরা সহ আসবে। ফোনের ফ্রন্টে একটি 32MP ক্যামেরা রয়েছে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile