Motorola Edge 40 ফোনের প্রথম সেল আজ, 8GB RAM সহ এই ফোনের 5 বিশেষ ফিচার জেনে নিন
Motorola Edge 40 ফোনটি আজ অর্থাৎ 30 মে প্রথম সেলে বিক্রি করা হবে
ফোনের 8GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি 29,999 টাকায় বিক্রি করা হচ্ছে
Motorola Edge 40 ফোনে MediaTek Dimensity 8020 চিপসেট, 8GB RAM, 144Hz রিফ্রেশ রেট ফিচার দেওয়া হয়েছে।
আপনি যদি নতুন 5G ফোন কেনার কথা ভাবছেন, যা বেশি RAM, দুর্ধর্ষ ক্যামেরা এবং ফাস্ট ব্যাটারি সাপোর্ট করে, তবে Motorola Edge 40 আপনার জন্য ভাল বিকল্প হতে পারে। ফোনটি আজ অর্থাৎ 30 মে প্রথম সেলে বিক্রি করা হবে। ফোনটি ই-কমার্স সাইট Flipkart থেকে কেনা যাবে।
Motorola Edge 40 ফোনের ফিচারের কথা বললে, এতে MediaTek Dimensity 8020 চিপসেট, 8GB RAM, 144Hz রিফ্রেশ রেট, 68W TurboPower ওয়্যার্ড চার্জিং এর মত ফিচার দেওয়া হয়েছে।
Motorola Edge 40 ফোনের দাম এবং ফিচার
ফোনের 8GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি 29,999 টাকায় বিক্রি করা হচ্ছে। ফোনটি Flipkart সাইট থেকে আজ দুপুর 12 থেকে কেনা যাবে।
It's almost time for shopping! The sale for all-new #motorolaedge40 goes live tomorrow. Get it for just ₹29,999*. Sale starts tomorrow on Flipkart, motorola website and at leading retail stores. also get, Attractive offers worth₹3100 also available from Jio
— Motorola India (@motorolaindia) May 29, 2023
অফার হিসাবে কোম্পানি কিছু Bank Card-এ অফার দিচ্ছে। গ্রাহকরা 5000 টাকা প্রতি মাসে নো-কস্ট EMI অপশনে এই ফোনটি কিনতে পারেন। এছাড়া থাকছে 2000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার।
আরও পড়ুন: Oppo Reno 10 সিরিজ ভারতে এই প্রাইস বাজেট করবে এন্ট্রি, লিক হল লঞ্চ টাইমলাইন
কেন কিনবেন এই ফোনটি, 5টি পয়েন্টে জেনে নিন
1. Motorola Edge 40 ফোনে 6.55-ইঞ্চি ফুল-HD+ পোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশন 2400 x 1080 পিক্সেল দেওয়া হয়েছে। ডিসপ্লের রিফ্রেশ রেট 144Hz দেওয়া।
2. এই ফোনটি octa-core MediaTek Dimensity 8020 5G SoC প্রসেসরে কাজ করে। এতে 8GB RAM এবং 236GB স্টোরেজ সাপোর্ট দেওয়া।
3. ফোনে ডুয়াল রিয়ার ক্য়ামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেল দেওয়া। দ্বিতীয় সেন্সর 13 মেগাপিক্সেল রয়েছে।
4. ফোনে 68W TurboPower ওয়্যারড চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ 4400mAh ব্যাটারি রয়েছে।
5. এই ফোনটি Android 13 এ কাজ করে।
আরও পড়ুন: iPhone 14 Pro Max-এর সঙ্গে ক্যামেরার নিরিখে মিল আছে iPhone 15 Pro Max-এর! সেগুলো কী কী?
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile