Motorola Edge 30 Ultra লঞ্চ হল 200MP ক্যামেরার সঙ্গে, DSLRকে হার মানাবে এই ফোন

Updated on 10-Sep-2022
HIGHLIGHTS

লঞ্চ হল মটোরোলা এজ 30 আল্ট্রা, দাম ভারতীয় টাকায় প্রায় 72,150 টাকা।

এই ফোনে আছে 200মেগাপিক্সেল ক্যামেরা যা হার মানাবে DSLR কেও

এছাড়া রয়েছে Snapdragon 8+ Gen 1 প্রসেসর

Motorola কার্যত বিপ্লব ঘটিয়ে ফেলল স্মার্টফোনের দুনিয়ায়। এই কোম্পানির Flagship ফোন Motorola Edge 30 Ultra লঞ্চ হল। এই ফোনটিতে আছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা, এছাড়াও আছে Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর। 6.67 ইঞ্চির একটি Full HD+pOLED ডিসপ্লে যাতে রয়েছে 144 Hz রিফ্রেশ রেট। অন্যদিকে নোটিফিকেশনের জন্য এই ফোনে আছে গ্লো লাইট।

Motorola Edge 30 Ultra এর দাম কত?

এই ফোনটির দাম ভারতীয় টাকায় প্রায় 72,150 টাকা। এই ফোনে গ্রাহকরা পাবেন 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। বর্তমানে এই ফোনটি ব্রাজিল, আর্জেন্টিনা, এবং ইউরোপের বিভিন্ন দেশে বিক্রি শুরু হয়েছে। তবে কিছুদিনের মধ্যেই এটি দক্ষিণ আমেরিকা, মধ্য প্রাচ্য সহ এশিয়ার একাধিক দেশে বিক্রি শুরু হবে।

এই ফোনে কী কী ফিচার আছে?

এই ফোনটিতে রয়েছে ডুয়াল সিমের সুবিধা যা চলবে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের সাহায্যে। এছাড়া গ্রাহকরা এই ফোনটিতে পাবেন 144 Hz রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চির একটি pOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে HDR 10+ সাপোর্ট। 1250 নিটস ইউনিট অবধি এই ফোনের ব্রাইটনেস বাড়ানো সম্ভব হবে। সুরক্ষার জন্য ফোনটিতে দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাস এর সুবিধা, এছাড়া এই ফোনটি পরিচালিত হবে Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর দিয়ে। 12 GB LPDDR5 RAM থাকছে এই ফোনে সঙ্গে 256 GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও গ্রাহক পাবেন Snapdragon Elite Gaming ফিচার।

এছাড়াও গ্রাহক এই ফোনে পাবেন 200মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধা।  এছাড়া রয়েছে 50 এবং 12 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা। এই ফোনের রিয়ার ক্যামেরার সাহায্যে 4K/30fps ভিডিও তোলা যাবে। সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরায় আছে 60 মেগাপিক্সেলের সেন্সর। কানেকটিভিটির জন্য এই ফোনে আছে 5G, 4G LTE, WIFI 6E, ব্লুটুথ V5.2, GPS, NFC, ইত্যাদি সহ ইউএসবি টাইপ সি পোর্ট। এছাড়া 4,610 mAh ব্যাটারি আছে এই ফোনে যেখানে রয়েছে 125W ফাস্ট চার্জিং এর সুবিধা। এই ফোনটির ওজন হল 198.5 গ্রাম।

Connect On :