Motorola কোম্পানির তরফে দুটি প্রিমিয়াম ফোন লঞ্চ করা হল ভারতে। মঙ্গলবার, 13 সেপ্টেম্বর এই ফোন দুটি লঞ্চ করা হল। মটোরোলার তরফে লঞ্চ করা ফোন দুটি হল Motorola Edge 30 Ultra এবং Motorola Edge 30 Fusion। Motorola Edge 30 Ultra ফোনটিতে আছে 200 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সঙ্গে snapdragon 8+ Gen 1 প্রসেসর। গ্রাহকরা এই ফোনে পেয়ে যাবেন 125W ফাস্ট চার্জিংয়ের সুবিধা। অন্যদিকে মটোরোলা এজ 30 ফিউশনে আছে Snapdragon 888+ প্রসেসর।
এই ফোনটির দাম হল 59,999 টাকা। গ্রাহকরা এই ফোনে পাবেন 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। দুটি রঙে এই ফোন উপলব্ধ আছে, কালো এবং সাদা। তবে এই ফোন যখন বিক্রি শুরু হবে তখন এটি Flipkart এর Big Billion Days sale এ 54,999 টাকাতেই কেনা যাবে। অন্যদিকে যাঁরা জিওর (Jio) গ্রাহক তাঁরা পাবেন 14,699 টাকা এবং 4,000 টাকার ছাড় পাবেন। এছাড়াও 40টা 100 টাকার রিচার্জ ভাউচার মিলবে। 10,699 টাকার গিফট ভাউচার পাওয়া যাবে Myntra, Zee5, OYO, Ixigo এবং Ferns and Petals এ।
এই ফোনটির দাম হল 42,999 টাকা। গ্রাহকরা এই ফোনে পাবেন 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। তবে লঞ্চ অফারে এই ফোনটি মাত্র 39,999 টাকাতেই কেনা যাবে। একমাত্র Flipkart এই উপলব্ধ আছে এই ফোন দুটি।
এই ফোনটি পরিচালিত হবে অ্যান্ড্রয়েড 12 এর সাহায্যে। এছাড়া এখানে রয়েছে 144 Hz রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চির POLED ডিসপ্লে। সেখানে রয়েছে HDR 10+ সাপোর্ট এবং 1250নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস। সুরক্ষার জন্য এই ফোনে দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাস। প্রসেসর হিসেবে এই ফোনে রয়েছে Qualcomm Snapdragon 8+ Gen 1। এই ফোনটি 12 GB RAM এর সঙ্গে পেয়ার করা আছে, সঙ্গে আছে 128 GB ইন্টারনাল স্টোরেজ। Snapdragon Elite Gaming ফিচার রয়েছে এই ফোনে। আর কানেকটিভিটির জন্য গ্রাহকরা এই ফোনে পাবেন 5G, 4G LTE, WIFI 6E, ব্লুটুথ V5.2, GPS, ইত্যাদি সহ USB টাইপ সি পোর্ট। এই ফোনের ডিসপ্লের নিচে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 4610mAh ব্যাটারি আছে এই ফোনে সঙ্গে 125W টার্বো চার্জ সাপোর্ট। এই ফোনের ওজন 198.5 গ্রাম।
এছাড়া এই ফোনে রয়েছে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। এছাড়া আছে আরও দুটি ক্যামেরা, যার একটিতে আছে 50 মেগাপিক্সেল এবং আরেকটি আছে 12 মেগাপিক্সেলের সেন্সর। এই ক্যামেরার সাহায্যে 4K ভিডিও তোলা সম্ভব হবে। সেলফির জন্য এই ফোনে আছে 60 মেগাপিক্সেলের ক্যামেরা।
এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম সহ 144 Hz রিফ্রেশ রেট সহ 6.55 ইঞ্চির full HD+ ডিসপ্লে। এটি একটি POLED ডিসপ্লে। Snapdragon 888+ প্রসেসরের সাহায্যে এই ফোন চলবে, সঙ্গে 8 GB RAM। প্রাইমারি ক্যামেরা হিসেবে এই ফোনে আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। সঙ্গে রয়েছে ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। সেলফি তোলার জন্য গ্রাহক এই ফোনে পাবেন 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। এছাড়া রয়েছে 128 GB ইন্টারনাল স্টোরেজ সহ 4400mAh ব্যাটারি যেখানে রয়েছে 68 W ফাস্ট চার্জিং সুবিধা।