সম্প্রতি Motorola One Power স্মার্টফোন চিনে P30 Note স্মার্টফোনটি রিব্র্যান্ড হিসাবে লঞ্চ করেছে আর আপনারা এতে স্টক অ্যান্ড্রয়েড পাবেন না এটি অ্যান্ড্রয়েড 8.1 Oreo র সঙ্গে ZUI 4.0 তে কাজ করে
সম্প্রতি Motorola র তরফে তাদের Motorola One আর Motorola One Power স্মার্টফোন IFA 2018 য়ে নিয়ে আসা হয়েছে। আর এই দুটি স্মার্টফোনে গুগলের অ্যান্ড্রয়েড One প্ল্যাটফর্মে লঞ্চ করা হয়েছে। আর এর মানে এই যে এই দুটি স্মার্টফোন সময়ে সময়ে OS আপডেট আর সিকিউরিটি প্যাচ পাবে। আর এবার কোম্পানি Motorola One Power স্মার্টফোনের স্পেক্স নতুন Motorola P30 Note ফোন চিনে লঞ্চ করা হয়েছে। আর এই স্মার্টফোনটি স্টক অ্যান্ড্রয়েড ছাড়া ZUI 4.0 তে লঞ্চ করা হয়েছে। আর এছাড়া স্মার্টফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আর একটি নচ দেওয়া হয়েছে।
Motorola p30 Note ফোনটি আলাদা আলাদা ভার্সানে লঞ্চ করা হয়েছে, আর এর র্যাম 4GB আর স্টোরেজ 64GB । আর এই ফোনের এই ভেরিয়েন্টের দাম CNY 1,999 মানে এই ফোনটি 20,900টাকা দামের আর এর 64GB স্টোরেজ আর 6GB র্যাম ভেরিয়েন্টের দাম CNY 2,299 আর এর মানে এটি 24,029 টাকা।
Motorola P30 Note য়ের স্পেসিফিকেশান
আমরা যদি Motorola P30 Note ফোনের বিষয়ে কথা বলি তবে এই ফোনে একটি 6.2 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। আর এই ফোনে আপনারা একটি FHD+ LCD ডিসপ্লে আর 19:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 অক্টা-কোর প্রসেসার আছে। আর এছাড়া এই ফোনে একটি 5,000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আর এই ফোনে একটি 16+5MP র রেয়ার ক্যামেরা আছে আর এই ফোনে একটি 12MP র ফ্রন্ট ক্যামেরা আছে। আর এটি ডুয়াল সিম স্মার্টফোন আর এতে ব্লুটুথ 5 য়ের সাপোর্ট আছে আর এর সঙ্গে এতে 3.5mm য়ের একটি জ্যাক দেওয়া হয়েছে।