Moto Z2 Play তে ছোট ব্যাটারি থাকবে, এর ডিজাইনও হবে অনেক পাতলা
Moto Z2 Play ‘র ডিজাইন এর ওল্ড ভেরিয়েন্টের মতন হতে পারে আর এটু 8 জুন সামনে আনা হতে পারে
Moto Z2 Play খুব তাড়াতাড়ি বাজারে Moto Z Play’র জায়গা নিতে আসছে, এটি অনেক পাতলা হবে আর এটি এর ওল্ড ভেরিয়ান্টের তুলনায় ছোট ব্যাটারি যুক্ত হবে. VentureBeat এর একটি পোস্টের মাধ্যমে Evan Blass এই খবরটি জানিয়েছেন. তিনি এও বলেছেন যে, Moto Z2 Play তে 3000mAh এর ব্যাটারি থাকবে আর এটির থিকনেস হবে 7mm. এর ওজন হবে 165 গ্রাম.
আরো দেখুন: Oneplus 5 এর ফিচার লিক হল, এতে 3,600mAh ব্যাটারি আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে
গত মাসেই Moto Z2 Play এর প্রেস রেন্ডার রিলিজ হয়েছিল, যা থেকে জানা গেছিল যে, এর ডিজাইন এর ওল্ড ভেরিয়েন্টের মতনই হবে. সা করা হচ্ছে যে এটি 8 জুন সামনে আনা হবে. এই স্মার্টফোনটিতে 5.5 ইঞ্চির ডিসপ্লে থাকবে, এই ডিসপ্লের রেজিলিউশন 1920×1080 হবে. এর সঙ্গে এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 626 প্রসেসার যুক্ত হবে. এতে 4GB র্যাম আর 64GB’র ইন্টারনাল স্টোরেজও থাকতে পারে.
ফ্লিপ্কার্ট থেকে কিনুন 24,990 টাকায় Moto Z Play with Style Mod (White, 32 GB) (3 GB RAM),
যদি Moto Z2 Play’র ক্যামেরা সেটআপের দিকে দেখা যায় তবে এতে 12 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা f/1.7 অ্যাপার্চারের সঙ্গে আছে. এটি ডুয়াল-পিক্সাল অটোফোকাস যুক্ত হবে. ফ্রন্ট ক্যামেরার দিকে দেখলে দেকাহ আজবে যে এতে 5 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা থাকবে.
আরো দেখুন: Nubia M2 Lite 16MP ফ্রন্ট ক্যামেরা,4GB র্যামের সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে, দাম Rs.13,999
আরো দেখুন: Samsung Galaxy J7 2017 3GB র্যাম এর সঙ্গে GFX বেঞ্চে দেখা গেছে
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile