Moto Z2 Play এবার ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে
Moto Z2 Play তে EMI এর অপশনও পাওয়া যাচ্ছে
Moto Z2 Play ভারতে গত সপ্তাহে Rs. 27,999 দামে লঞ্চ করা হয়েছিল। এবার এই স্মার্টফোনটি অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্ট থেকে লুনার গ্রে আর ফাইন গোল্ড কালারে নিতে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনটি অফলাইন স্টোরেও সেলের জন্য পাওয়া যাবে।
Moto Z2 Playতে 5.5-ইঞ্চির ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশন 1920×1080 পিক্সাল। এর সঙ্গে এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 626 প্রসেসার আছে। এর র্যাম 3GB আর 4GB’র। এর ইন্টারনাল স্টোরেজ 64GB।
Moto Z2 Play’র ক্যামেরা সেটআপ যদি দেখা যায় তবে দেখা যাবে যে এতে 12 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা f/1.7 অ্যাপার্চার লেন্সের সঙ্গে আছে। এটি ডুয়াল পিক্সাল অটোফোকাস যুক্ত। এই ফোনের ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সালের।
এই ডিভাইসটির ব্যাটারি 3000mAh এর। কানেক্টিভিটির জন্য এই স্মার্টফোনে ব্লুটুথ 4.0, ওয়াই-ফাই আর ইউএসবি টাইপ c পোর্ট আছে। এই ডিভাইসের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট। এই ফোনটির প্রসেসার কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 626।