Moto Z2’র ছবি লিক হল, এর ফ্রন্ট প্যানেল দেখা গেছে

Moto Z2’র ছবি লিক হল, এর ফ্রন্ট প্যানেল দেখা গেছে
HIGHLIGHTS

এই স্মার্টফোনটি আগামী মাসে লঞ্চ করা হতে পারে

Lenovo’র কোম্পানি Motorola’র বহু প্রতিক্ষিত স্মার্টফোনের ছবি লিক হয়েছে. এই লিক ছবিটিতে এই ডিভাইসটির ফ্রন্ট প্যানেল পরিষ্কার ভাবে দেখা যেতে পারে। এই ফোনের ডিজাইন অনেকাংশে Moto Z এর মতন।

ডিজাইন আগের মতন হলেও এই স্মার্টফোনের ফ্রন্ট প্যানেলে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। এই স্মার্টফোনের হোম বটনের সাইজ বদলে দেওয়া হয়েছে। এছাড়া কোম্পানির ব্র্যান্ডিং এবার বটমের বদলে টপে এয়ারপিসের ঠিক নিচে নিয়ে আসা হয়েছে।

আরো দেখুনঃ ভারতে iPhone SE’র অ্যাসেম্বলিং শুরু, মে’র শেষ থেকে পাওয়া যাবে

এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন  835 SoC আছে যার সঙ্গে 4GB র‍্যাম আছে। এই ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট আপডেট পাওয়া যাবে। এছাড়া এই ডিভাইসটি বায়োমেট্রিক অথেন্টিকেশন সাপোর্ট করে।

এই স্মার্টফোনটি আগামী মাসে লঞ্চ করা হতে পারে। এই স্মার্টফোনটি ছাড়া Moto Z Forceও এই মাসেই লঞ্চ করা হতে পারে। আপনাদের বলে রাখি যে কোম্পানি moto G5 আর moto G5 plus লঞ্চ করেছিল।

আরো দেখুনঃ Idea, 4G স্মার্টফোনে সেরা অফার দেওয়ার জন্য Flipkart এর সঙ্গে চুক্তি করেছে…

আরো দেখুনঃ Itel ভারতে লঞ্চ করল তাদের বাজেট স্মার্টফোন

সোর্সঃ 

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo