Moto Z 2018 কিংসম্যান এডিশান টারবোপাওয়ার ব্যাটারি মোড ওয়ারলেস চার্জিং মোড আর লেটার ফ্লিপ কেস যুক্ত, এই স্মার্টফোনটির দাম 9,999 ইউয়ান (প্রায় 1,00,000 টাকা)
মোটোরোলা চিনে মোটো Z2 2018 রূপে মোটো Z2 ফোর্স লঞ্চ করার কথা ঘোষনা করেছে। লেনোভো অধিকৃত মোটোরোলা মোটো জেড 2018 কিংসম্যান স্পেশাল এডিশান লঞ্চ করেছে। এই স্মার্টফোনটির ফিচার্স রেগুলার মোটো Z2 ফোনের মতনই তবে এর ডিজাইনের কিছু পার্থক্য আছে।
মোটো Z 2018 কিংসম্যান স্পেশাল এডিশানের বিষয়ে কিছু কথা বলা যাক। প্রথমেই আসা যাক ফোনটির দামের ব্যাপারে এর দাম 9,999 ইউয়ান (প্রায় 1,00,000 টাকা, যা অ্যাপেলের iPhone X এর তুলনায় বেশি দামি। iPhone X এর দাম 999 ডলার (প্রায় 87,000 টাকা) থেকে শুরু হয়। আর এই দামে মোটোরোলা একটি জেড 2 ফোর্স ফোন নিয়ে আসছে কিন্তু তা একটি আলাদা রিটেল প্যাকেজিং এর সঙ্গে। আর এ থেকে মনে করা হচ্ছে যে এর দাম জাস্টিফায়েড। GizChina অনুসারে এটি একটি ব্রিফকেস অফার বক্সের সঙ্গে আসবে।
Moto Z 2018 Kingsman Special Edition packaging (Source: GizChina)
প্যাকেজিং এর বিষয়ে কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে একটি টারবো পাওয়ার ব্যাটারি মোড, একটি ওয়ারলেস চার্জিং মোড, লেদার ফ্লিপ কেস, ভিআইপি কার্ড, একটি ইউএসবি টাইপ-সি 3.5 এফএম অডিও ডোঙ্গাল, ইউএসবি টাইপ-সি হাই-ফাই হেডফোন, একটি 45 এর অ্যানিভার্সারি নোটপ্যাড আর একটি ওয়ারেন্টি কার্ড যুক্ত হয়ে এই ফোনটি আসবে।
এই স্মার্টফোনটি শুধু ব্ল্যাক কালারে পাওয়া যাবে, এই ডিভাইসের ব্যাকে সাইডে মোটোর লোগো গোল্ড কালারে থাকবে। এমন মনে হচ্ছে যে এই হ্যান্ডসেটটির ঘোষনা হুয়াইয়ের পোর্শা ডিজাইন মেট 10, যার দাম €1395 ( প্রায় 1,06,800 টাকা) এর সঙ্গে প্রতিজগিতায় আসতে চাইছে।
এই ফোনটির স্পেশিফিকেশান কেমন তা একবার দেখে নেওয়া যাক এই ফোনটিতে 5.5 ইঞ্চির কোয়াড এইচডি পি- OLED ডিসপ্লে যুক্ত হবে। আর এই ফোনে শাটারপ্রুফ গ্লাস প্রোটেকশান আছে। এই ডিভাইসটিতে 4GB/6GB র্যাম আর 64GB/128GB স্টোরেজের সঙ্গে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 চিপসেট যুক্ত। এতে f/2.0 অ্যাপার্চার আর 5MP সেলফি শুটার যুক্ত আর এর রেয়ার ক্যামেরা 125MP’র সেটআপের।