Motorola -এর তরফে অবশেষে তাদের নতুন Foldable ফোন সিরিজ লঞ্চ করা হল দেশে। এই সিরিজে আছে দুটো ফোন, Moto Razr 40, এবং Moto Razr 40 Ultra। দুটো ফোনেই আছে ফাটাফাটি ডিজাইন সহ Qualcomm Snapdragon প্রসেসর।
দুটো ফোনেই গ্রাহকরা পাবেন 6.9 ইঞ্চির একটি Full HD+ মেইন ডিসপ্লে। এখানে 2640X1080 পিক্সেলের রেজোলিউশন পাবেন। Moto Razr 40 ফোনটিতে আছে 1.47 ইঞ্চির একটি কভার ডিসপ্লে।
Moto Razr 40 Ultra ফোনটিতে আছে 3.6 ইঞ্চির কভার ডিসপ্লে। এখানে 144 Hz রিফ্রেশ রেট পাবেন। দেখে নিন এখন কোন ফোনে কত অফার আছে, দাম কত সহ সব খুঁটিনাটি।
Moto Razr 40 Ultra ফোনটি গ্রাহকরা ফ্যান্টম ব্ল্যাক এবং ভিভা ম্যাজেন্টা রঙে কিনতে পারবেন। এটি Amazon, রিলায়েন্স ডিজিটাল অফলাইন স্টোর এবং Motorola -এর ওয়েবসাইট থেকে কেনা যাবে।
অন্যদিকে Moto Razr 40 ফোনটি কেনা যাবে সেজ গ্রিন, সামার লিল্যাক, ভ্যানিলা ক্রিম রঙে। লঞ্চ অফার হিসেবে Jio গ্রাহকরা 15,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন। অন্যদিকে ICICI ব্যাংকের গ্রাহকরা Moto Razr 40 ফোনে 5,000 এবং Moto Razr 40 Ultra ফোনটিতে 7,000 টাকা ছাড় পাবেন। 999 টাকার বিনিময় আজ থেকে এই ফোনগুলো প্রিবুক করা যাবে।
1. এই ফোনটি পরিচালিত হবে Qualcomm Snapdragon 7 Gen 1 প্রসেসরের সাহায্যে। এখানে Adreno 644 GPU আছে। 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন এই ফোনে।
আরও পড়ুন: Jio Bharat Phone Launched: মাত্র 999 টাকায় 4G ফোন নিয়ে এল জিও, কবে থেকে বিক্রি জেনে নিন
2. এই ফোনটি কিনতে গ্রাহকদের খরচ হবে 54,999 টাকা।
3. অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এটি।
4. 6.9 ইঞ্চির একটি FlexView Full HD+ মেইন ডিসপ্লে আছে। এখানে 144 Hz রিফ্রেশ রেট এবং 2640X1080 পিক্সেলের রেজোলিউশন আছে। 1400 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস পাবেন এখানে।
5. 1.47 ইঞ্চির একটি কভার ডিসপ্লে আছে এই ফোনে। এখানে 194X368 পিক্সেলের রেজোলিউশন আছে। 60 Hz রিফ্রেশ রেট পেয়ে যাবেন।
6. 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 13 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি ক্যামেরা আছে এই ফোনে। ফ্রন্ট ক্যামেরায় পাবেন 32 মেগাপিক্সেলের একটি সেন্সর।
7. সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এখানে।
8. কানেকটিভিটির জন্য এই ফোনে পাবেন ইউএসবি টাইপ সি পোর্ট, ডুয়াল 4G, WIFI, ব্লুটুথ, ইত্যাদি।
9. 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4200 mAh ব্যাটারি আছে এখানে। IP52 রেটিং রয়েছে এখানে।
1. এই ফোনের দাম পড়বে 89,999 টাকা। এটা কেনা যাবে 15 জুলাই থেকে।
2. এখানে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। 6.9 ইঞ্চির একটি FlexView Full HD+ POLED LTPO মেইন ডিসপ্লে আছে। এখানে 165 Hz রিফ্রেশ রেট আছে। 1400 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস পাবেন এখানে।
3. 3.6 ইঞ্চির একটি POLED কভার ডিসপ্লে আছে। এখানে 144 Hz রিফ্রেশ রেট আছে। কর্নিং গোরিলা গ্লাসের সুবিধা পাবেন এই ফোনে।
4. Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। Adreno 730 GPU রয়েছে।
5. অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এই ফোন।