50MP ক্যামেরা সহ Moto Razr 2022 লঞ্চ, রয়েছে প্রিমিয়াম ডিজাইন সহ শক্তিশালী প্রসেসর

Updated on 12-Aug-2022
HIGHLIGHTS

মটোরোলার নতুন একটি ফোন ফের লঞ্চ হল

Moto X30 Pro এর সঙ্গে Moto Razr 2022 বাজারে এল

এই ফোনটিতে থাকতে চলেছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা

Motorola একের পর এক ফোন লঞ্চ করেই চলেছে। এবার চিনে এল মটোরোলার নতুন স্মার্টফোন Moto Razr 2022। এটি একটি ফোল্ডেবল স্মার্টফোন। Moto Razr 2022 হচ্ছে মটোরোলার Flagship ফোন যাতে রয়েছে Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর। এই ফোনে একটি 6.7 ইঞ্চির একটি OLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে রয়েছে 144Hz রিফ্রেশ রেট। এই ফোনে একটি আউটার অথবা সেকেন্ডারি ডিসপ্লে রয়েছে। পাশাপাশি এই ফোনে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। এছাড়া অ্যান্ড্রয়েড 12 সফটওয়্যার রয়েছে ফোনটিতে।

Moto Razr 2022 ফোনটিতে কী কী ফিচার আছে?

এই ফোনটিতে রয়েছে হোল পাঞ্চ কাট আউট যেখানে আছে ফ্রন্ট ক্যামেরা। এই ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। এই ফোনের ডিসপ্লেতে থাকছে HDR 10+ সাপোর্ট। Moto Razr 2022 এর আউটার ডিসপ্লেটি হচ্ছে 2.7 ইঞ্চির OLED ডিসপ্লে। এই ফোনে আছে 12GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ। ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে যার প্রাইমারি ক্যামেরা হচ্ছে 50মেগাপিক্সেলের। সঙ্গে 13মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা আছে। এই ফোনে থাকছে 3500mAh ব্যাটারি যাতে 33W এর ফাস্ট চার্জিং এর সুবিধাও থাকছে। Dolby Atmos সাপোর্ট সহ স্পিকার থাকবে এই ফোনে। Wifi 6E, 4G, 5G, টাইপ সি USB পোর্ট রয়েছে কানেক্টিভিটির জন্য।

তবে শুধু এই ফোনটাই নয়, মটোরোলার তরফে আরও ফোন বাজারে আনা হয়েছে। এই ফোনটির সঙ্গেই বাজারে এসেছে Moto X30 Pro। শোনা যাচ্ছে Moto S30 pro ফোনটিও বাজারে আসতে চলেছে।

Connect On :